আজকের জোকস : চোরের ওভারটাইম না করলে চলে না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৬ মার্চ ২০২০

চোরের ওভারটাইম না করলে চলে না
একদিন এক চোরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ-
পুলিশ: তুই সাত দিনে দশ বাসায় চুরি করেছিস!
চোর: জ্বি স্যার।
পুলিশ: এটা কী করে সম্ভব!
চোর: কী করব স্যার, বড় সংসার। ওভারটাইম না করলে চলে না।

**

নিজেই মাঝে মাঝে ভুলে যাই
অফিসের একজন কর্তাব্যক্তি তার টেবিলের নেম-প্লেটের লেখা নিজের দিকে ফিরিয়ে রাখেন। এ সম্পর্কে তিনি বলেন- ‘যারা অফিসে আমার সাথে দেখা করতে আসেন; তারা জানে আমি কে? কিন্তু আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই।’

**

মেয়ের পালানোর জন্য ট্যাক্সি ডাকল বাবা
বাড়ি থেকে পালাচ্ছে এক তরুণী। গেটের কাছে অপেক্ষা করছে তার প্রেমিক। উভয়ের মধ্যে কথা হচ্ছে-
প্রেমিক: তোমার বাবা টের পাননি তো?
প্রেমিকা: উনি বাসায় নেই।
প্রেমিক: বল কী? এত রাতে বাসার বাইরে?
প্রেমিকা: আমাদের জন্য ট্যাক্সি ডাকতে গেছেন।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।