আজকের জোকস : মায়ের সঙ্গে বজ্জাত ছেলের কাণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৯ মার্চ ২০২০

মায়ের সঙ্গে বজ্জাত ছেলের কাণ্ড
লাল্টুর অভ্যাস সোফায় শুয়ে থাকা। তার মা বিষয়টি সহ্যই করতে পারে না। তাই হাতে স্যান্ডেল নিয়ে ছুটে গেল ছেলের দিকে-
মা: বজ্জাত ছেলে কোথাকার! এতবার বলি, তারপরও সোফায় শুয়ে থাকিস। আজ জুতিয়ে তোকে সিধা করবো...
লাল্টু: মা! আর হবে না এমন...
মা: তুই আবার করবি এ কাজ! সোফা হচ্ছে বসার জন্য, শোয়ার জন্য না...
লাল্টু: মা, স্যান্ডেলও তো পায়ে দেওয়ার জন্য, ছেলেকে পেটানোর জন্য না...

****

দুষ্টু ছাত্রকে শায়েস্তা করার উপায়
পড়া ফাঁকি দেওয়া ছাত্রকে পাকড়াও করলেন শিক্ষক-
শিক্ষক: বল, মেঘনা নদী কোথায় প্রবাহিত?
ছাত্র: জমিনের ওপর প্রবাহিত, স্যার?
শিক্ষক: এই ম্যাপের মধ্যে এসে দেখা, মেঘনার জলধারা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিশেছে?
ছাত্র: আপনার মানচিত্র তো কাগজের তৈরি। পানি লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নাই!

****

গুগল কি নারী না পুরুষ?
তথ্যপ্রযুক্তি বিষয়ক চাকরির ইন্টারভিউ চলছে। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন প্রার্থীকে-
প্রশ্নকর্তা: গুগল কি পুরুষ না নারী?
প্রার্থী: নারী।
প্রশ্নকর্তা: কারণ?
প্রার্থী: সে কোউকে কোনো বাক্য শেষ করতে দেয় না। তার আগেই সাজেশন দিয়ে বসে গোটা দশেক...

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।