আজকের কৌতুক : বিবাহবার্ষিকীর দিন স্বামী-স্ত্রীর ঝগড়া

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ১৪ মার্চ ২০২০

বিবাহবার্ষিকীর দিন স্বামী-স্ত্রীর ঝগড়া
৪০তম বিবাহবার্ষিকীর দিন স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেল, থামছেই না। একপর্যায়ে স্বামী চিৎকার করে বলল-
স্বামী: তুমি যেদিন মরবে, তোমার কবরে আমি লিখে দিয়ে আসবো- ‘এবার আমার স্ত্রী চিরদিনের তরে শান্ত হলো’!
স্ত্রী: তুমি মরলে আমিও লিখে দিয়ে আসবো- ‘আমার স্বামী! শেষপর্যন্ত সোজা আর শক্ত হলো’!

****

দৃষ্টিশক্তি একদম ঠিক আছে
স্ত্রী: আমাকে খুব মোটা মোটা দেখাচ্ছে, তাই না?
স্বামী: কে বলল এমন কথা?
স্ত্রী: কে বলবে আবার, আমি নিজের চোখেই তো দেখছি!
স্বামী: তোমার দৃষ্টিশক্তি একদম ঠিক আছে তাহলে।

****

মোবাইলের নেট শেষ হওয়ায়
পুত্রবধূ: মা মা, কোনো হেল্প লাগবে?
শাশুড়ি: তুমি আজ রান্নাঘরে?
পুত্রবধূ: হুম, এলাম।
শাশুড়ি: বৌমা! কী হয়েছে তোমার, শরীর না মন খারাপ?
পুত্রবধূ: না মা, এমনিতে। ভাবলাম আপনাকে হেল্প করি...
শাশুড়ি: ও বুঝেছি। মোবাইলে ইন্টারনেট ডাটা শেষ হয়ে গেছে তোমার!

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।