আজকের কৌতুক : ছেলের কামাই-রোজগার বেশ ভালো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ১৮ আগস্ট ২০১৮

 

কৌতুক- এক : ছেলের কামাই-রোজগার বেশ ভালো

আধুনিক বিয়ে-শাদির কথাবার্তা চলছে-
মেয়েপক্ষ: শুনলাম ছেলে নাকি নেশাপানি করে খুব?
ছেলেপক্ষ: তা একটু আধটু... আমার ছেলে স্বভাবে-আচরণে কিন্তু খুবই ভালো। মিথ্যে বলবো না আপনাদের, মানে ও আজকাল একটু বেশিই... রোজ তিন-চার পেগ... তবে রাতের বেলায়...
মেয়েপক্ষ: এই বিয়ে পাক্কা। ছেলে পছন্দ হয়েছে আমাদের। বোঝা যাচ্ছে, ছেলের কামাই-রোজগার বেশ ভালো।

> আরও পড়ুন- আজকের কৌতুক : তোমার এক বন্ধু খুব প্রশংসা করে 

****

কৌতুক- দুই : কোনো পাখিই উড়তে পারে না

শিক্ষক: লাল্টু, বল কোন পাখি উড়তে পারে না?
লাল্টু: মরা পাখি স্যার?
শিক্ষক: এটা কোনো পাখির নাম হলো?
লাল্টু: মানে মৃত, স্যার। মারা যাওয়ার পর কোনো পাখিই উড়তে পারে না, জানেন তো!

> আরও পড়ুন- আজকের কৌতুক : বোমা রেখে গেলে কী করবে?

****

কৌতুক- তিন : ভ্রমণকারী প্রথম নারী কে?

শিক্ষক: ভারতীয় উপমহাদেশ থেকে বহির্বিশ্বে ভ্রমণকারী প্রথম নারী কে?
ছাত্র: রামচন্দ্রের স্ত্রী সীতা, স্যার। উনি শ্রীলঙ্কা গিয়েছিলেন!

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।