আজকের কৌতুক : প্রতিদিন ফোন করো কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, ০৪ জুলাই ২০১৮

কৌতুক- এক : প্রতিদিন ফোন করো কেন?


রাগ করে বাবার বাড়ি চলে যাওয়া বউকে ফোন করেছে স্বামী। কিন্তু ফোন ধরেছেন শাশুড়ি-
শাশুড়ি : তোমাকে না বলেছি যে, আমার মেয়ে আর তোমার কাছে ফিরে যাবে না। এ কথা আর কতবার বলবো?
জামাই : জ্বি আম্মা, তারপরও...
শাশুড়ি : তারপরও মানে! বেশরমের মতো প্রতিদিন ফোন করো কেন? আমার মেয়ে তোমার কাছে আর ফিরবে না।
জামাই : আম্মা, আপনার এই কথাটা শুনতে খুব ভালো লাগে। কথাটা বারবার শুনতে চাই- তাই রোজ বিরক্ত করি।

কৌতুক- দুই : আপনার প্রেমে পড়ে গেছি!


দীর্ঘদিন চিকিৎসা ও অপারেশনের পর-
রোগী : আমি আপনার প্রেমে পড়ে গেছি! আপনি আমার হৃদয় চুরি করে নিয়েছেন।
চিকিৎসক : আ আ আমি, আমি আপনার হৃদয় চুরি করিনি। মাত্র একটা কিডনি চুরি করেছি!

কৌতুক- তিন : তরুণীর রূপে মুগ্ধ তরুণ


অপরিচিত তরুণীর রূপে মুগ্ধ তরুণ অতি মোলায়েম কণ্ঠে-
তরুণ : এই যে, একটু শুনুন, প্লিজ!
তরুণী : জ্বী আঙ্কেল, বলুন!

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।