আজকের কৌতুক : আমার স্বামী এসে পড়বে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ০৩ মে ২০১৮

 

কৌতুক- এক : আমার স্বামী এসে পড়বে
বাপ্পী বিবাহিত হওয়া সত্ত্বেও বউকে লুকিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে। একদিন চুমু খাওয়ার সময় গার্লফ্রেন্ড তাকে বলল, ‘তোমার দাড়ি সেভ কর, দেখতে বাজে লাগে।’ বাপ্পী মনে মনে ভাবল, বউ ভালোবেসে দাড়ি রাখতে বলেছে। আমি সেভ করলে সে আমাকে মেরে ফেলবে। তাই বলল, ‘অসুবিধা আছে, দাড়ি সেভ করা যাবে না।’ রেগে গিয়ে গার্লফ্রেন্ড বলল, ‘হয় দাড়ি সেভ করবে, নইলে এই বন মানুষের মত দাড়িওলা মুখ নিয়ে আমার সাথে আর দেখা করবে না।’

বাপ্পী নিরুপায় হয়ে রাতে বাড়ি ফেরার পথে সেলুনে দাড়ি কেটে ফেলল। বউয়ের গালি খাওয়ার ভয় নিয়ে বাড়ি এসে দেখে বউ সব আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। তাই চুপিচুপি ঘরে ঢুকে দরজা আটকে বউয়ের পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বউ পাশ ফিরে গালে হাত বুলিয়ে চমকে বলে ওঠে, ‘বল্টু তুমি এখনো যাওনি? একটু পরেই আমার স্বামী এসে পড়বে, পালাও তাড়াতাড়ি!’

> আরও পড়ুন- আজকের কৌতুক : তোর ভাবি কুয়ায় পড়ে গেছিল 

****

কৌতুক- দুই : ঢাকা জায়গাটা খুব সুন্দর
এক আমেরিকান বন্ধু আরেক বাংলাদেশি বন্ধুকে বলছে-
১ম বন্ধু : জানিস, আজ আমি একটা বাংলাদেশের মেয়ের থাপ্পর খাইছি।
২য় বন্ধু : কেন রে, কী করছিলি?
১ম বন্ধু : আরে কিছুই করিনি।
২য় বন্ধু : তাহলে থাপ্পর মারলো কেন?
১ম বন্ধু : আরে শুধু বলেছিলাম, আপনাদের ঢাকা জায়গাটা খুব সুন্দর।

> আরও পড়ুন- আজকের কৌতুক : অলসদের জন্য বিশাল অফার 

****

কৌতুক- তিন : ও পাড়ায় আমার একটা ছেলে আছে
এলাকার চেয়ারম্যান ঘোষণা দিলেন, যে পরিবারে ৪টি সন্তান আছে। সেই পরিবারের একটি সন্তানকে ১০ হাজার করে টাকা দেবেন। এ কথা শুনে আবুল পরে গেল মহা চিন্তায়। তার ঘরে সন্তান মাত্র ৩টি। কী যেন চিন্তা করে বউকে বলল,
‘বউ একটু অপেক্ষা কর। ও পাড়ায় আমার একটা ছেলে আছে। আমি এক্ষণি নিয়ে আসছি।’

আবুল দৌড়ে গেল ছেলেকে আনতে। একটু পর ফিরে এসে দেখে, তার বউয়ের কাছে মাত্র ১টি ছেলে বসে আছে। আবুল তার বউকে বলল, ‘বউ, আমার আর ২টা পোলা কই? এই দেখ, আমার আরেকটা পোলা আনছি। এবার মোট ৪টা হলো। আবুলের বউ বলল, ‘ওই দুইটা যার, সে নিয়া গেছে।’

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।