আজকের কৌতুক : কৌশলে চোরকে ধোলাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, ১৬ এপ্রিল ২০১৮

 

কৌতুক : কৌশলে চোরকে ধোলাই
রাতে এক চোর ঘরে ঢুকে পড়ল। ঘরের দরজা খোলা রেখে এক বুড়ি খাটে ঘুমিয়ে ছিল। চোরের জিনিসপত্র হাতড়ানোর শব্দে বুড়ির ঘুম ভেঙে গেল। চোর বুড়িকে দেখে ঘাবড়ে গেল। তখন বুড়ি শুয়ে শুয়েই বলল-
বুড়ি : বেটা, তোকে দেখে তো ভালো ঘরের সন্তান বলেই মনে হচ্ছে। সম্ভবত দরিদ্রতার জন্য বাধ্য হয়েই তুই এ রাস্তা ধরেছিস। আমার এই আলমারির তিন নম্বর খোপে একটা বাক্স আছে। এটাতে যা আছে সব চুপচাপ নিয়ে চলে যা। তবে প্রথমে তুই আমার কাছে এসে একটু বস, আমি এইমাত্র একটা স্বপ্ন দেখলাম। আমার স্বপ্নের কথা শুনে আমাকে স্বপ্নটার অর্থ বলে যা।

> আরও পড়ুন- আজকের কৌতুক : মশা মারতে নিজেই বিষ খেলো 

চোর বুড়ির মায়াবী কথা-বার্তায় অভিভূত হয়ে চুপচাপ গিয়ে বুড়ির পাশে বসে পড়ল। বুড়ি স্বপ্নের কাহিনি বলতে শুরু করল-
বুড়ি : বেটা, আমি দেখলাম, আমি এক শহরে রাস্তা হারিয়ে ফেলেছি। রাস্তা হারিয়ে আমি বিভ্রান্তের মতো পথ খুঁজছি। এমন সময় একটা চিল এসে আমার কানের কাছে তিন বার ‘মফিজ, মফিজ, মফিজ’ বলে চিৎকার করে
চলে গেল। তারপরই আমার ঘুম ভেঙে গেল। এখন বল তো, এই স্বপ্নের অর্থটা কী?

> আরও পড়ুন- আজকের কৌতুক : বিমানের পাইলট কেন ঘামতে থাকে! 

চোর ভাবনায় পড়ে গেল। এরই মধ্যে পাশের কামড়াতে ঘুমন্ত বুড়ির বড় ছেলে ‘মফিজ’ এতো রাতে জোরে জোরে নিজের নাম শুনে ঘুম থেকে উঠে গেল। মফিজ বুড়ির ঘরে এসে চোরকে খুব ধোলাই দিলো। বুড়ি বলল-
বুড়ি : হয়েছে, আর মারিস না, সে তার পাপের সাজা পেয়ে গেছে।
চোর : না না, আমাকে আরো মারো, যাতে আগামীতে আমার মনে থাকে যে, আমি এক চোর। আমি স্বপ্নের অর্থ বলে দেওয়ার পণ্ডিত নই।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।