আজকের কৌতুক : আমার সঙ্গে বাসায় চলেন
কৌতুক- এক : আমার সঙ্গে বাসায় চলেন
বকুল : ডাক্তার সাব, আপনি হাসপাতালে বসে রোগী দেখলে ভিজিট কত নেন?
ডাক্তার : ১০০ টাকা।
বকুল : রোগীর বাসায় গিয়ে দেখলে কত নেন?
ডাক্তার : ১৫০ টাকা।
বকুল : তাইলে আপনি আমার সঙ্গে বাসায় চলেন।
বাসায় যাওয়ার পর-
ডাক্তার : রোগী কোথায়?
বকুল : রোগী নাই।
ডাক্তার : রোগী না থাকলে আপনি আমাকে এনেছেন কেন?
বকুল : ১৫০ টাকা ডাক্তারের হাতে ধরিয়ে দিয়ে বললো, আপনার বাসা থেকে আমার বাসায় আসতে ভাড়া লাগে ২০০ টাকা। তাই আমি ১৫০ টাকা দিয়ে আপনার গাড়িতে করে আসলাম।
****
কৌতুক- দুই : ভয়ে চুল খাড়া হয়ে যায়
সেলুনে চুল কাটাতে গেছেন এক নেতা। নাপিত কাঁচি চালাতে চালাতে বলছেন-
নাপিত : স্যার, শুনলাম জনগণ নাকি আপনার ওপর খুব ক্ষ্যাপা। যেকোনো দিন আপনার বাড়িতে হামলা চালাইবে। আপনি নাকি জনগণের টাকা দিয়ে সম্পদের পাহাড় বানাইছেন।
নেতা : এই ব্যাটা, চুপ থাক।
পরদিন নাপিতের কাছে চুল কাটাতে এলেন এক সরকারি কর্মকর্তা। নাপিত তার চুল কাটতে কাটতে বললেন- নাপিত : স্যার, পুলিশ নাকি আপনারে খুঁজতেছে। যেকোনো দিন ক্রোক কইরা ধইরা জেলে ঢুকায়া দিবো। আপনি
নাকি দুর্নীতি করেন, ঘুষ ছাড়া কাজ করেন না।
সরকারি কর্মকর্তা : চুপ কর, বেয়াদব।
কয়দিন পরই নাপিতের দোকান ঘেরাও করল পুলিশ। নাপিতকে আটক করে বলল-
পুলিশ : এই ব্যাটা, তুই নাকি তোর কাস্টমারদের আজেবাজে কথা বলিস? তোর উদ্দেশ্য কী?
নাপিত : স্যার, এসব কথা বললে ভয়ে তাদের চুল খাড়া হয়ে যায়। আমার চুল কাটতে সুবিধা হয়। তাই বলি।
আরও পড়ুন- আজকের কৌতুক : তুমি নিজেই দেখে নাও
****
কৌতুক- তিন : লম্বা সিঁড়ি উঠতে উঠতে ক্লান্ত
দুই মাতাল রেললাইন ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে-
একজন : এত লম্বা সিঁড়ি উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলাম!
অন্যজন : আরেকটু অপেক্ষা কর, ওই দেখ লিফট আসছে।
এসইউ/আরআইপি