আজকের কৌতুক : বুক চিড়ে কলিজা হাতে নিতে পারি
কৌতুক- এক : বুক চিড়ে কলিজা হাতে নিতে পারি
সুপারস্টার অনন্ত জলিল আর সুপারম্যানের মধ্যে তর্ক হচ্ছে কার বেশি পাওয়ার তা নিয়ে। তর্কে যে জিতবে সে ৫শ’ টাকা পাবে।
অনন্ত : আমি এক ঝাঁকিতেই মোবাইলে পাঁচ টাকা নিয়ে আসি।
সুপারম্যান : আমি চাইলে পাঁচটা ব্যাংকের টাকা এক নিমিষেই লুট করতে পারি।
অনন্ত : আমি এক হাতে ধরে চলন্ত ট্রাক থামিয়ে দিতে পারি।
সুপারম্যান : আমি এক হাতে চাঁদকে ঠেলে পৃথিবীতে নিয়ে আসতে পারি।
অনন্ত : আমি যখন তখন আমার বুক চিড়ে কলিজা হাতে নিতে পারি।
সুপারম্যান : ভাইজান, এই নেন ৪শ’ টাকা। আর ১শ’ টাকা কালকে দিমুনে।
> আরও পড়ুন- আজকের কৌতুক : জীবন বলে কিছু নেই
****
কৌতুক- দুই : ভুল রুটের বাসে উঠেছি
মধ্যরাতের দিকে এক মাতাল দৌড়ে বাসে উঠে এক যাত্রীর পাশে গিয়ে বসল। যাত্রী তার পাশে বসা লোকের মুখে মদের গন্ধ পেয়ে তাকে বলল-
যাত্রী : তুমি কোথায় যাবে জানো?
মাতাল : কোথায়?
যাত্রী : সোজা নরকে।
মাতাল : ড্রাইভার জলদি বাস থামাও! আমি ভুল রুটের বাসে উঠেছি।
> আরও পড়ুন- আজকের কৌতুক : পঞ্চাশ কেজি ওজন কমবে
****
কৌতুক- তিন : আমি টাকার থলে নেবো
শিক্ষক : সবুজ বল তো, তোমার সামনে যদি একটা টাকার থলে এবং একটা জ্ঞানের থলে রাখি, তাহলে তুমি কোনটা নেবে?
সবুজ : আমি টাকার থলে নেবো স্যার।
শিক্ষক : আমি হলে কিন্তু জ্ঞানের থলেটাই নিতাম।
সবুজ : স্যার, যার যা অভাব সে তো তা-ই নেবে।
এসইউ/আরআইপি