আজকের কৌতুক : আমাগো বাড়িতে তো কুত্তা নাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

 

কৌতুক- এক : আমাগো বাড়িতে তো কুত্তা নাই

শিক্ষক : ওই আবুল, তোর হোমওয়ার্ক কই?
আবুল : স্যার, আমার হোমওয়ার্কের খাতা আমাদের বাড়ির কুত্তাটা খায়া ফেলছে। তাই আনতে পারি নাই।

শিক্ষক আবুলকে বসিয়ে দিলেন। এটা দেখে পল্টুও শিক্ষকের হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি করলো-

শিক্ষক : ওই পল্টু, তোর হোমওয়ার্ক কই?
পল্টু : স্যার, আমার হোমওয়ার্কের খাতাটা আমি খায়া ফেলছি।
শিক্ষক : কি! তুই খাইছোস কেন?
পল্টু : কী করমু স্যার, আমাগো বাড়িতে তো কুত্তা নাই।

> আরও পড়ুন- আজকের কৌতুক : আত্মহত্যা করতে গেলে কেন

****

কৌতুক- দুই : তোমারটা আমি কেন দেবো

হাবলু : কত হয়েছে ভাড়া?
সিএনজিওয়ালা : ১২০ টাকা।
হাবলু : এই নাও ৬০ টাকা।
সিএনজিওয়ালা : মানে! ৬০ টাকা কেন? এটা কোন অন্যায়?
হাবলু : অন্যায় মানে! তুমিও তো বসে এসেছ না? অর্ধেক ভাড়া তাইলে তোমার! তোমারটা আমি কেন দেবো?

> আরও পড়ুন- আজকের কৌতুক : তিনটি ইচ্ছা পূরণ করবো

****

কৌতুক- তিন : আমাকে ফতুর হতে হয়েছে

বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে শাকিল। গিয়ে দেখে বন্ধুর স্ত্রী কাঁদছে।

শাকিল : কিরে, তোর বউ কাঁদছে কেন?
বন্ধু : জানি না। জিজ্ঞেস করিনি।
শাকিল : ওমা! জিজ্ঞেস করিসনি কেন?
বন্ধু : আগে যতবার জিজ্ঞেস করেছি, প্রতিবারই আমাকে ফতুর হতে হয়েছে!

এসইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।