আজকের কৌতুক : কোন চাকাটি পাংচার হয়েছিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪২ এএম, ১৩ নভেম্বর ২০১৭

কৌতুক- এক : কোন চাকাটি পাংচার হয়েছিল

চার ছাত্র এক জায়গায় বেড়াতে গিয়ে টেস্ট পরীক্ষা মিস করলো। তখন তারা একটি গল্প ফেদে শিক্ষকের কাছে গিয়ে বললো-

ছাত্র : স্যার, আমাদের একজনের দাদি মৃত্যুশয্যায় ছিলেন। তাকে দেখতে গিয়েছিলাম। আসার সময় গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ায় আর পরীক্ষা দিতে পারিনি। তাই আবার পরীক্ষা নিতে অনুরোধ করছি।

শিক্ষক : ঠিক আছে, সবাইকে আলাদা রুমে পরীক্ষা দিতে হবে।

সবাই রাজি হলো। চার জনকে চার রুমে বসিয়ে প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষায় কেবল একটি প্রশ্নই ছিল, ‘গাড়ির কোন চাকাটি পাংচার হয়েছিল?’

****

কৌতুক- দুই : আমাকে পাগল বানাবি?

এক পাগল গেল চিকিৎসকের কাছে। যথারীতি তার সিরিয়াল আসলে সে চেম্বারে ঢুকে গেল।

চিকিৎসক : তুমি কিভাবে পাগল হলে?

পাগল : সে এক বিরাট ইতিহাস– আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম। সেই বিধবা মেয়েটির আগের পক্ষের একটি যুবতি মেয়ে ছিল। তার যুবতি মেয়েকে আবার আমার বাবা বিয়ে করলো। এভাবে আমার বাবা আমার জামাই হলো। আবার আমার মেয়ে হয়ে গেল আমার মা! ওই ঘরে একটি মেয়ে হয়েছিল, যা আমার বোন। কিন্তু আমি ওই মেয়ের নানির স্বামী ছিলাম, এভাবে আমি তার নানা হয়ে গেলাম! একইভাবে, আমার ছেলে তার দাদির ভাই হয়ে গেল! আর আমি আমার ছেলের ভাগ্নে হয়ে গেলাম! আর আমার ছেলে তার দাদার শালা হয়ে গেল আর-

চিকিৎমক : চুপ! একদম চুপ! এখন কি আমাকে পাগল বানাবি নাকি!

****

কৌতুক- তিন : আমি তোমাকে ভালোবাসি

ছাত্র : ম্যাডাম, আই লাভ ইউ।

ম্যাডাম : কী! বেয়াদব ছেলে।

ছাত্র : ইয়ে... ম্যাডাম, আই লাভ ইউ এর মানে কী?

ম্যাডাম : ও আচ্ছা, তাই বলো, আমি তোমাকে ভালোবাসি।

ছাত্র : ছি ম্যাডাম, এটা কী বলেন! আমি আপনার সন্তানের মতো!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।