আজকের জোকস : চুষে আবার রেখে দেই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

চুষে আবার রেখে দেই
এক দোকানদার বাড়িতে খেতে গেছে। তার ছোট্ট মেয়েটি দোকান পাহারা দিচ্ছে। এমন সময় এক খদ্দের এলো-
খদ্দের : এই যে খুকি, এখানে যে এতো লজেন্স আছে- তোমার খেতে ইচ্ছা করে না?
মেয়ে : খেতে তো ইচ্ছা করে, কিন্তু গুনতিতে কম হলে বাবা বকবে।
খদ্দের : তার মানে তুমি চুরি করে লজেন্স খাওনা তাই তো?
মেয়ে : না খাই, তবে গুনতিতে যাতে কম না হয়, তাই চুষে আবার রেখে দেই।

****

কেউ হাত দিবেন না
দেয়ালে সাঁটানো পোস্টার পড়াটা বাবলুর অভ্যাস হয়ে গেছে। তাই রাতের বেলায় সড়কবাতির খুঁটির একটু ওপরে একটি পোস্টার দেখে থমকে দাঁড়াল সে। কিন্তু বিদ্যুৎ না থাকায় কিছুতেই ওই পোস্টারটি পড়তে পারছিল না। সকাল হলে কেউ না কেউ পোস্টারটি ছিঁড়ে ফেলবে, এই ভয়ে সে ভাবল, খুঁটির ওপরে উঠে মোবাইলের আলো দিয়েই পোস্টারটি পড়বে।

যেই ভাবা সেই কাজ। বাবলু তরতর করে খুঁটির উপরে উঠে গেল। খুঁটির ওপরে উঠেই মোবাইলের আলো জ্বালিয়ে বাবলু পোস্টার পড়ল। তাতে লেখা-
‘এই খুঁটিতে আজকেই নতুন রং করা হয়েছে। দয়াকরে কেউ হাত দিবেন না।’

****

তোমার শেষ ইচ্ছা কী
পল্টুর ফাঁসির রায় হলো-
পুলিশ : পল্টু মরার আগে তোমার শেষ ইচ্ছা কী?
পল্টু : আমার শেষ ইচ্ছা পূরণ করবেন?
পুলিশ : হ্যাঁ, করবো।
পল্টু : তাহলে ফাঁসির সময় আমার মাথা নিচে দিবেন আর পা উপরে দিবেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।