আজকের কৌতুক : রাত দু’টায় মেসেজ কেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

কৌতুক- এক : রাত দু’টায় মেসেজ কেন
রাতে স্বামী-স্ত্রী শুয়ে ছিল। রাত দু’টার সময় হঠাৎ স্ত্রীর ফোনে মেসেজ টোন বেজে উঠল। চমকে উঠে স্বামী তার স্ত্রীর ফোনে বিউটিফুল লেখা দেখে স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে বলল-
স্বামী : তোমার ফোনে মেসেজ এসেছে বিউটিফুল। রাত দু’টায় তোমার ফোনে এমন মেসেজ কেন?
স্ত্রী ধড়ফড় করে উঠে বসে বলল-
স্ত্রী : এই ৪৫ বছর বয়সে কে আর বিউটিফুল বলবে!

তারপর মোবাইল দেখে চিৎকার করে স্বামীকে বলল-
স্ত্রী : এবার থেকে চশমা পরে ফোন হাতে নেবে। ওটা বিউটিফুল লেখা নয়। ফোন চার্জে দেওয়া ছিল। তাই ব্যাটারি ফুল লেখা দেখাচ্ছে।

****

কৌতুক- দুই : কোনটি আগে হবে
শিক্ষক : বলরাম কেমন আছো?
বলরাম : ভালো।
শিক্ষক : আমার পড়াগুলো শিখেছো, ১ থেকে ১০০ পর্যন্ত?
বলরাম : জ্বি ম্যাডাম।
শিক্ষক : কোন সংখ্যাগুলো কঠিন মনে হলো?
বলরাম : ১১, ২২, ৩৩, ৪৪, ৫৫- এগুলো!
শিক্ষক : কেন কঠিন?
বলরাম : ১১ এর ১ কোনটি আগে হবে, ২২ এর ২ কোনটি আগে হবে, ৩৩ এর ৩ কোনটি আগে হবে তাই নিয়ে চিন্তিত ম্যাম!

****

কৌতুক- তিন : মাথা ফাটিয়ে দেব
গিল্টু : কলম আছে?
মেয়ে : না।

একটু পর-
গিল্টু : কলম আছে?
মেয়ে : বললাম তো, নাই।

আবার কিছুক্ষণ পর-
গিল্টু : কলম... আছে কলম?
মেয়ে : আর একবার বললে হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেব।

তার কিছুক্ষণ পর-
গিল্টু : হাতুড়ি আছে?
মেয়ে : না।
গিল্টু : তাহলে কলম... আছে কলম?

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।