আজকের জোকস : বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৭ আগস্ট ২০১৭

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত
শিক্ষক : বল তো আম উপরের দিকে না পরে নিচের দিকে পরে কেন?
বল্টু : স্যার, উপরে খাওয়ার মানুষ নেই তাই।
শিক্ষক : এই শিখছিস? আচ্ছা বল, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরা পানিতে ডুবে যায় কেন?
বল্টু : লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারণ এর চালক আছে, কিন্তু লোহার টুকরার চালক নেই তাই এটা ডুবে যায়।
শিক্ষক : তোর মাথায় ডাস্টার মারব। আচ্ছা এবার বাংলা ২য় পত্র বের করে ক্রিকেট রচনাটা লেখ। সময় ৩০ মিনিট।

কিছুক্ষণ পর বল্টু খাতা জমা দিল। শিক্ষক তো অবাক। এত তাড়াতাড়ি বল্টুর রচনা লেখা হয়ে গেল। শিক্ষক কৌতূহল সহ পড়ল। বল্টু লিখেছে- ‘খেলা শুরু এবং আকাশে মেঘলা মেঘলা ভাব। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত’।

বিজ্ঞাপন

****

আমার বউ দেখছে
একদল ডাকাত ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকের সামনে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ডাকাত একজনকে বলল-
ডাকাত : এই, তুই আমাদের ডাকাতি করতে দেখছিস?
পল্টু : হা, আমি তুমাদের ডাকাতি করতে দেখছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডাকাতরা পল্টুকে গুলি করে মেরে ফেলল। তারপর মিন্টুকে বলল-
ডাকাত : এই তুই কিছু দেখছস?
মিন্টু : না ভাই, আমি কিছু দেখি নাই। তবে আমার বউ দেখছে!

****

কিভাবে বউ চেঞ্জ করবেন
বইমেলায় একটি বই একদিনে ১ লক্ষ কপি বিক্রি হয়ে গেল-
সাংবাদিক : এত বই বিক্রি হওয়ার রহস্য কী?
প্রকাশক : শুধু বইয়ের নামের কারণে।
সাংবাদিক : কী সেই নাম?
প্রকাশক : কিভাবে আপনার বউ চেঞ্জ করবেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।