আজকের কৌতুক : নম্বরটা দেবেন আপু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৬ আগস্ট ২০১৭

কৌতুক- এক : নম্বরটা দেবেন আপু
ছেলে : হাই, নম্বরটা দেবেন আপু?
মেয়ে : আগেরটা না পরেরটা?
ছেলে : যেকোন একটা।
মেয়ে : ল্যান্ডফোন নাকি মুঠোফোন?
ছেলে : মুঠোফোন।
মেয়ে : আমারটা নাকি আমার স্বামীরটা?
ছেলে : না আন্টি, আপনার মেয়েরটা।

আরও পড়ুন- আজকের কৌতুক : মনের মতো সুন্দরী

****

কৌতুক- দুই : তুমিই অনেক কিউট
প্রেমিকা : বাবু জানো, আমার বান্ধবী ওই যে মারিয়া আছে না, ওর বয়ফ্রেন্ড না কুরবানিতে ওকে একটা ডিএসএলআর ক্যামেরা গিফট করবে।
প্রেমিক : আরে কী বলো এসব, তুমি নিজেই তো একটা ডিএসএলঅার। তোমার গালটা কতো সফট আর চকচকে জানো তুমি?
প্রেমিকা : যাহ দুষ্টু কিভাবে বলে, লজ্জা লাগে না বুঝি? আর শোনো, ওই যে আমার আরেকটা বান্ধবী ঈশিতা আছে না, কুরবানিতে ওর বয়ফ্রেন্ড ওকে একটা আইফোন গিফট করবে।
প্রেমিক : আরে ধুর পাগলী, আইফোন একটা জিনিস হলো? তুমি নিজেই তো একটা আইফোন। দেখই তো তোমাকে কত সুন্দর করে আদর করি, কত সযত্নে ভালোবাসি।
প্রেমিকা : যাও পাজি ছেলে, ঢং করে শুধু। এই বাবু শোনো, ওই যে ওই বিদেশি সুন্দর সুন্দর কুকুরছানা আছে না, ওগুলো না আমার অনেক ভাল্লাগে। তোমায় ভেবে সারাক্ষণ আদর করে জড়িয়ে রাখতে ইচ্ছে হয়। এটার দাম খুব বেশি না, একটা মাত্র দশ হাজার টাকা।
প্রেমিক : আরে জানপাখি, এসব কী বলছো তুমি? তুমিই তো অনেক কিউট একটা কুকুরছানা। ইয়ে মানে আমি বোঝাতে চাচ্ছি...
প্রেমিকা : ওই থাম! কী বললি তুই আমারে? আমি কুকুরছানা? তুই কুকুরছানা, তোর চৌদ্দগোষ্ঠী কুকুরছানা। তুই আর কোনো দিন যোগাযোগ করার চেষ্টা করবি না। কুত্তা ফোন রাখ!

আরও পড়ুন- আজকের কৌতুক : কবরের পাশে ভূতের ভয়

****

কৌতুক- তিন : কুকুরটা একটু ধার দিবেন
একবার এক মহিলা মারা গেছেন। লাশ নিয়ে যাচ্ছেন তার স্বামী। স্বামীর পেছনে একটি কুকুর, এর পেছনে কয়েক হাজার লোক। একলোক এসে স্বামীকে জিজ্ঞাসা করল-
লোক : কী হইছে ভাই? এত লোকজন কেন?
স্বামী : আমার বউ মারা গেছে।
লোক : সরি, কিভাবে মারা গেল?
স্বামী : ওই যে কুকুরটা দেখতে পাচ্ছেন, ওর কামড়ে।
লোক : ভাই কুকুরটা আমারে একটু ধার দিবেন!
স্বামী : ঠিক আছে তাইলে লাইনের পিছনে গিয়া সিরিয়াল দেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।