আজকের জোকস : ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ এএম, ২৪ আগস্ট ২০১৭

ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি
শ্রেণিকক্ষে গণিত শেখাচ্ছে শিক্ষক। তিনি ব্ল্যাকবোর্ডে লিখলেন-
শিক্ষক : মনে করো, বাগানের একটি আম গাছে ১৬টি কলা আছে। সেখান থেকে ১৩টি জাম্বুরা পেড়ে নেওয়া হলো, গাছে কয়টা লেবু বাকি থাকবে?
ছাত্র : খাতায় করে দেবো নাকি মুখে বলবো স্যার?
শিক্ষক : মুখেই বলো তো।
ছাত্র : ৯টি হাতি।
শিক্ষক : বাহ! তুমি কিভাবে জানলে?
ছাত্র : কারণ আমি দুপুরে ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি!

****

আব্বু-আম্মু ঝগড়া করছিল
এক ছাত্রী ক্লাসে দেরি করে এসেছে। তাই শিক্ষক রেগে গিয়ে জিজ্ঞেস করলো-
শিক্ষক : তোমার আসতে এতো দেরি হলো কেন?
ছাত্রী : কী করে যে বলি স্যার!
শিক্ষক : জবাব দাও। না হলে পিটিয়ে পিঠের চামড়া তুলে নেবো।
ছাত্রী : স্যার, আমার আব্বু-আম্মু ঝগড়া করছিল।
শিক্ষক : তো তার সাথে তোমার স্কুলে দেরি করে আসার সম্পর্ক কী?
ছাত্রী : সম্পর্ক আছে স্যার।
শিক্ষক : তারা ঝগড়া করুক, তুমি চলে আসতে।
ছাত্রী : সেটা কিভাবে হয় স্যার?
শিক্ষক : কেন?
ছাত্রী : ঝগড়া করার সময় আমার একটা জুতা আব্বুর হাতে আরেকটা জুতা আম্মুর হাতে ছিলো!

****

বারোটি বই প্রকাশ
নান্টু : কিরে, এবারের বইমেলায় না কি তোর বারোটি বই প্রকাশ পাচ্ছে? তো একটা দেখলাম, বাকি এগারোটা কবে প্রকাশ পাবে?
মন্টু : আরে বইটার নাম দেখিসনি? বারোমিশালি, একটাই বারোটার সমান!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।