আজকের কৌতুক : মনের মতো সুন্দরী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৪ আগস্ট ২০১৭

কৌতুক- এক : মনের মতো সুন্দরী
এক ভদ্রলোক বিয়ের জন্য পাত্রী দেখছেন। কিন্তু কোন মেয়েই পছন্দ হয় না। কারো রং কালো, কারো বেশি ফর্সা, কেউ বা সাদা কাগজের মতো, কেউ খাটো, কেউ আবার লম্বা। কারো চুল সুন্দর তো চোখ খারাপ। কারো আবার উল্টা। এই করেই তার দিন কেটে যাচ্ছে। কিন্তু মনের মতো সুন্দরী পাওয়া যাচ্ছে না।

বহুদিন পর এক মেয়ে দেখতে গেল। মেয়ের মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। বলতে লাগলেন-
মা : কত্তো দিন পর দেখা, ভালো আছো তুমি?
বাবা : ওনার সঙ্গে তোমার কী সম্পর্ক?
মা : একুশ বছর আগে উনি (ছেলে) আমাকেও দেখতে এসেছিলেন। আজ আমার মেয়েকেও। বেচারা এখনো মনের মতো বউ পেলো না।

****

কৌতুক- দুই : সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে
রাস্তায় সুন্দরী এক মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক ছেলে হোচট খেয়ে পাশে দাঁড়ানো এক গরুর পায়ের কাছে গিয়ে পড়ল। মেয়েটি ছেলেটিকে লজ্জা দিয়ে বলল-
মেয়ে : কী ব্যাপার ভাইয়া, বড় ভাইয়ের পা ধরে কি সালাম করছেন?
ছেলে : জ্বি ভাবি!

****

কৌতুক- তিন : আপনার ডিম না
বল্টু : ভাই ডিমগুলো কার?
দোকানদার : আমার।
বল্টু : আচ্ছা, তাহলে অন্য দোকানে যাই।
দোকানদার : কেন?
বল্টু : আম্মু বলেছে মুরগির ডিম নিতে। আপনার ডিম না...

আরও পড়ুন- কৌতুক : বিয়ের আগে মা হয়েছিলাম

****

কৌতুক- চার : আমি তো মারা গেছি
একদিন এক মানসিক হাসপাতালে সব পাগল কান্না করছিল। কিন্তু এক পাগল চুপচাপ শুয়ে ছিল!
ডাক্তার : তুমি শুয়ে আছো কেন?
পাগল : আরে বেকুব, আমি তো মারা গেছি। এ জন্যই তো সবাই কান্নাকাটি করতাছে।

এসইউ//আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।