আজকের কৌতুক : কবরের পাশে ভূতের ভয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ এএম, ০৯ আগস্ট ২০১৭

কৌতুক- এক : কবরের পাশে ভূতের ভয়
কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বল্টু। ভয়ে তার বুক ঢিপঢিপ করছে। এমন সময় দেখে, তার পাশে আরও একজন লোক হাঁটছে। বল্টু স্বস্তির নিশ্বাস ফেলে বলল-
বল্টু : ওহ, ভাই, আপনাকে দেখে কিছুটা সাহস পেলাম। কী যে ভয় করছিল।
লোকটা : কেন? ভয় কিসের?
বল্টু : কিসের আবার? ভূতের! শুনেছি, এখানে খুব ভূতের উপদ্রব!
লোকটা : আরে, নাহ! কে বলেছে? আমার মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি। কই, একটাকেও তো দেখলাম না!

****

কৌতুক- দুই : ঘটমান অসম্ভব কাল
ব্যাকরণ ক্লাসে স্যার প্রশ্ন করলেন-
‘ছেলেটি ‘আমার ডিএসএলআর আছে’ বলার পরও মেয়েটি ছেলেটির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না-এটা কোন কাল?’
একজন ঝটপট উত্তর দিল-
‘স্যার, এটা ঘটমান অসম্ভব কাল!’

****

কৌতুক- তিন : আবার দ্বীপে ফিরে আসলো
তিন বন্ধু একদিন সাগরে জাহাজে করে ঘুরছিল। এমন সময় হঠাৎ সাগরে ঢেউ উঠল। কোন রকমে তারা তিন জন এক অজানা দ্বীপে এসে পৌঁছল। এমন সময় তারা দেখতে পেল দ্বীপে একটি প্রদীপ পড়ে আছে। তারা প্রদীপটি হাতে নিয়ে ঘঁষতেই প্রদীপ থেকে একটি জ্বিন বের হয়ে বলল-
জ্বিন : আমি আপনাদের প্রত্যেকের একটি করে ইচ্ছা পূরণ করব। প্রত্যেকে যার যার ইচ্ছার কথা বলুন।
১ম বন্ধু : আমার সব আত্মীয় ভারত থাকে, তাই আমি সেখানে চলে যেতে চাই। বলার সঙ্গে সঙ্গে সে ভারত চলে গেল।
২য় বন্ধু : আমার সব আত্মীয় বাংলাদেশে থাকে, আমি সেখানে চলে যেতে চাই। বলার সঙ্গে সঙ্গে সে চলে গেল তার দেশে।

এবার ৩য় বন্ধুর পালা। তার ইচ্ছার কথা জানতে চাইলে সে একটু ভেবে উত্তর দিলো-
৩য় বন্ধু : আমার আত্মীয় বলতে কেউ নেই, কেবল ওই ২ বন্ধুই আছে। তাই দয়াকরে তাদের আমার কাছে ফিরিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে দুই বন্ধু আবার দ্বীপে ফিরে আসলো।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।