আজকের জোকস : কাছে আসার সাহসী গল্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ এএম, ০৬ আগস্ট ২০১৭

কাছে আসার সাহসী গল্প
শাকিল তার গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলল-
শাকিল : তোমার বাপের নাম্বার দাও।
মেয়ে : কেন? কি করবা?
শাকিল : আমার সাহস দেখাব।
মেয়ে : কিসের সাহস?
শাকিল : একটু পরেই দেখবা। নম্বর দাও।

গার্লফ্রেন্ড শাকিলকে নম্বর দিল। শাকিল মেয়ের বাপকে কল দিয়ে বলল-
শাকিল : আংকেল বাসায় আছেন?
বাবা : হ্যাঁ, আছি। তুমি কে?
শাকিল : আমি শাকিল। আপনার মেয়ের বয়ফ্রেন্ড।
বাবা : কি বলছো এসব?
শাকিল : সত্যি আংকেল। আমি এখনই আপনার বাসায় আসছি।

বাসায় গিয়ে কলিংবেল বাজাতেই মেয়ের বাপ দরজা খুলে দিল।
শাকিল : আপনার মেয়ে কোথায়?
বাবা : রুমে।
শাকিল : চলুন, আপনার মেয়ের রুমে চলুন।

পাশের রুম থেকে মেয়ের মা-
মা : কে এসেছে গো?
শাকিল : আন্টি আমি শাকিল। আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড।

শাকিল আর মেয়ের বাপ মেয়ের রুমের দরজার কাছে দাঁড়াল। মেয়ের চোখেমুখে আতংক।
শাকিল : আংকেল, আপনি এখানে দাঁড়ান। আমি ওর কাছে যাই।

শাকিল গার্লফ্রেন্ডের কাছে গেল! হাত ধরে বলল-
শাকিল : দেখেছ আমার কত সাহস? তোমার ফ্যামিলির সামনে দিয়ে তোমার কাছে এসেছি। এটা আমার কাছে আসার সাহসী গল্প। এ রকম সাহস কয়জন দেখাতে পারবে বল? এখন একটা কাগজ আর কলম দাও। এই সাহসী গল্প লিখে পাঠিয়ে দেব। এটা দিয়েই তৈরি হবে নাটক!

****

ঠিক না ম্যাডাম
ম্যাডাম : আচ্ছা রনি, দুইয়ে দুইয়ে চার হলে চারে চারে কত?
রনি : এটা ঠিক না ম্যাডাম। আপনি সবসময় সহজটা করে কঠিনটা আমাকে দিবেন, তা কিভাবে হয়?

****

লেখাপড়া জানে না
শিক্ষক : লেখাপড়া ছাড়া কখনো ডিগ্রি লাভ করা যায় না।
বল্টু : আমি আপনার সঙ্গে একমত না স্যার।
শিক্ষক : কেন?
বল্টু : স্যার, থার্মোমিটার তো লেখাপড়া জানে না- তাও তো ওর ডিগ্রি আছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।