আজকের কৌতুক : যুবতী বানানোর মেশিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০২ আগস্ট ২০১৭

কৌতুক- এক : যুবতী বানানোর মেশিন
জলিল মিয়ার বয়স ৫০, স্ত্রীর বয়স ৪০ আর ছেলের বয়স ১৮ বছর। তারা সবাই গ্রামে থাকে। জীবনে কোনদিন শহরে যায়নি।

একদিন তারা শহরে ঘুরতে এলো। ঘুরতে- ঘুরতে তারা এক শপিং মলে ঢুকলো। শপিং মলে হাঁটতে-হাঁটতে তারা ক্যাপসুল লিফটের সামনে এসে থামল। তাদের তিনজনের মনেই এক প্রশ্ন— এটা কি জিনিস?

এমন সময় এক বৃদ্ধা এসে লিফটে ঢুকলো। লিফট বৃদ্ধাকে নিয়ে উপরে উঠে গেল। এটা দেখে তো মা-বাবা-ছেলে অবাক!

কিছুক্ষণ পর এক তরুণী লিফটে চড়ে নেমে এলো। তারপর লিফট থেকে বের হয়ে চলে গেল। এতক্ষণে মুখ খুলল জলিল মিয়া-
জলিল : ও বল্টুর মা, এইডা তো দেহি যুবতী বানানোর মেশিন, তুমি শিগগির ঢুকো!

****

কৌতুক- দুই : অনেক গরম পড়েছে
হাসপাতালে বাচ্চা জন্ম নেওয়ার পর—
বাচ্চা : অনেক গরম পড়েছে। ফ্যান চালু করেন না কেন?
নার্স : সরি, বিদ্যুৎ নাই- লোডশেডিং।
বাচ্চা : যা তোর মায়েরে বাপ। মনে হয় সেন্টমার্টিনে জন্ম নিছি।

****

কৌতুক- তিন : তোমাকে নিয়ে ভাবছি
প্রেমিক : জান কী করছো?
প্রেমিকা : তোমাকে নিয়ে ভাবছি!
প্রেমিক : তুমি আমাকে নিয়ে এতো ভাবো!
প্রেমিকা : ভাববো না, তুমি তিন বার আমার মিসড কল ধরে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা নষ্ট করছো। বজ্জাত!

****

কৌতুক- চার : কোথায় যাওয়া হচ্ছে ভাই
কোনো এক যাত্রী সিলেটগামী ট্রেনের পরিবর্তে চট্টগ্রামের ট্রেনে উঠে পড়লেন। কিছুক্ষণ পর ট্রেনের অন্য এক যাত্রীকে জিজ্ঞেস করলেন—
প্রথম যাত্রী : কোথায় যাওয়া হচ্ছে ভাই?
দ্বিতীয় যাত্রী : সিলেট।
প্রথম যাত্রী : বিজ্ঞানের কী বিস্ময় দেখুন, একই ট্রেনের ডানপাশে যাচ্ছে সিলেট আর বামপাশে যাচ্ছে চট্টগ্রাম।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।