আজকের কৌতুক : বিয়ের আগে মা হয়েছিলাম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ৩১ জুলাই ২০১৭

কৌতুক- এক
বিয়ের আগে মা হয়েছিলাম
স্ত্রী : ওগো, একটা কথা বলবো?
স্বামী : হ্যাঁ, কী কথা বলো?
স্ত্রী : আমার ভয় করছে।
স্বামী : ভয় নেই তুমি বলো!
স্ত্রী : আমি মা হতে চলেছি।
স্বামী : তা তো খুশির খবর। এটা বলতে ভয় কেন পাচ্ছো?
স্ত্রী : না মানে, বিয়ের আগে একবার মা হয়েছিলাম। শুনে বাবা আমাকে মেরেছে। তাই ভাবলাম তুমি যদি কিছু বলো।

****

কৌতুক- দুই
ভাবির মতো করতে পারেন
স্কুলের ম্যাডাম ক্লাসে ঢুকে সবার উদ্দেশে বলছেন-
ম্যাডাম : আজকে আশাকরি কেউ বেশি কথা বলবে না, কারণ আজ আমার মাথা ব্যথা করছে।

পিছন থেকে এক বাচ্চা ছেলে বলছে-
বাচ্চা : ম্যাডাম, আপনি আমার ভাবির মতো করতে পারেন।
ম্যাডাম : কেন? তোমার ভাবি কী ওষুধ খান?
বাচ্চা : না ম্যাডাম।
ম্যাডাম : তাহলে কী করেন?
বাচ্চা : মানে ভাবির মাথা ব্যথা করলে আমাকে বাইরে খেলতে পাঠান।

****

কৌতুক- তিন
মা-বাবা বাড়িতে নেই
শিক্ষক : এই যে পিন্টু, ক’দিন ধরে স্কুলে যাচ্ছো না, কী ব্যাপার তোমার?
পিন্টু : মা-বাবা বাড়িতে নেই স্যার!
শিক্ষক : কোথায় গেছেন?
পিন্টু : বাবা জেলে, আর মা হাসপাতালে!
শিক্ষক : খুবই দুঃখের ব্যাপার।
পিন্টু : না স্যার, আসলে আমার মা ডাক্তার আর বাবা পুলিশ!

****

কৌতুক- চার
মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে
এক চোর চুরি করতে গেছে শহরের এক বাড়িতে। চোর ভেতরে ঢুকে দেখল শোকেসে লেখা আছে- ‘এই বাটন চাপলে দরজা খুলে যাবে’।

চোর মহানন্দে বাটন চাপলো। সঙ্গে সঙ্গে বেল বেজে উঠলো। চোর ধরা পড়লো।

পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় চোর বলল-
চোর : কী দিনকাল পড়লো! মানুষের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।