আজকের কৌতুক : পুরুষ কত প্রকার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ এএম, ২৬ জুলাই ২০১৭

কৌতুক- এক
পুরুষ কত প্রকার
পরীক্ষায় প্রশ্ন এসেছে- পুরুষ কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সজ্ঞা দাও।
এক মেয়ের উত্তর : পুরুষ তিন প্রকার, যথা- উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ।
উত্তম পুরুষ : যে বছরে অনেকগুলো শাড়ি, মেকাপ, গয়না কিনে দেবে, সে উত্তম পুরুষ।
মধ্যম পুরুষ : যে বছরে তিনটা শাড়ি আর টুকটাক সামগ্রী দেবে, সে মধ্যম পুরুষ।
নাম পুরুষ : যে বছরে একটা শাড়ি ছাড়া তেমন কিছু কিনে দেবে না, সে নাম পুরুষ। তার ভাত আমি খাবো না!

****

কৌতুক- দুই
সুঁই ছাড়া ইনজেকশন
হাবলু : আচ্ছা তোরে যদি দাঁত ছাড়া কুত্তায় কামড়ায়, তাইলে তুই কী করবি?
বাবলু : তাইলে মুই সুঁই ছাড়া ইনজেকশন দিমু!

****

কৌতুক- তিন
আমার গামছাটা পরে থাক
দুই পাগল পাগলা গারদে বসে ছিল। একজন গামছা পরা, অন্যজন উলঙ্গ। হঠাৎ গামছা পরা পাগল উলঙ্গ পাগলকে বলল-
গামছা পরা পাগল : তুই তো দেখি একেবারেই পাগল হয়ে গেছিস!
উলঙ্গ পাগল : কেন?
গামছা পরা পাগল : আজ বড় অফিসার আসবে আমাদের পাগলা গারদ পরিদর্শন করতে আর তুই ন্যাংটা হয়ে বসে আছিস?
উলঙ্গ পাগল : এখন আমি কী করি বল তো?
গামছা পরা পাগল : নে ধর, অন্তত আমার গামছাটা পরে থাক।

****

কৌতুক- চার
আই লাভ ইউ
ভোরে একটা চিৎকার শুনে ঘুম ভেঙে গেল রোহানের। কে যেন বলছে- ‘আই লাভ ইউ’। জানার জন্য বের হয়ে দেখলো লেবুওয়ালা স্টাইল করে বলছে- ‘এই ল্যাবও’।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।