আজকের জোকস : তুমি এসব কিভাবে জানো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২০ জুলাই ২০১৭

তুমি এসব কিভাবে জানো

ছেলে : হ্যালো, পাম্মি ডার্লিং... কেমন আছো?

মেয়ে : কে বলছেন?

ছেলে : তোমার আশিক, জানেমান!

মেয়ে : তুই আবুল না?

ছেলে : হুম; কিন্তু তুমি কিভাবে জানো?

মেয়ে : তুই জামালের ছেলে না?

ছেলে : হুম, কিন্তু তুমি কিভাবে বুঝলে?

মেয়ে : তুই কুদ্দুসের নাতি না?

ছেলে : হ্যাঁ! কিন্তু জানু, তুমি এসব কিভাবে জানো?

মেয়ে : আবুইল্লা, কুত্তা, পাজি, আমি তোর মা! তুই ‘পাম্মি’রে না, ‘মাম্মি’রে ফোন দিছোস!

****

তুই গাধা না কি নির্বোধ

শিক্ষক : যারা একেবারে গাধা বা নির্বোধ; তারা ছাড়া সবাই বসে পড়।

সব ছাত্র বসলেও একজন দাঁড়িয়ে আছে।

শিক্ষক : কি রে, তুই গাধা না কি নির্বোধ?

ছাত্র : না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন এটা ভালো দেখাচ্ছে না, তাই…

****

তুই দরজা খুলছোস কেন

এক লোক তার বন্ধুর বাসায় গেল। কলিং বেল টিপল। বল্টু দরজা খুলল-

লোক : তোমার বাবাকে একটু ডাকো তো।

বল্টু : বাবা বাসায় নেই, বাজারে গেছে। 

লোক : তাহলে তোমার বড়ভাইকে ডাকো।

বল্টু : বড়ভাই তার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গেছে। 

লোক : তোমার মাকে ডাকো, তিনি তো বাসায় আছেন?

বল্টু : না। মা বিউটি পার্লারে গেছেন।

লোক : সবাই যখন বাইরে গেছে; তখন তুমিও কোথাও চলে যাও?

বল্টু : জ্বি, তাই তো আমি আমার বন্ধুর বাসায় চলে এসেছি!

লোক : তাহলে তুই দরজা খুলছোস কেন? যা বাড়ির লোকজন ডাক দে।

****

ঢাইলা সোজা কইরা রাখছে

গ্রাম থেকে দুই বন্ধু শহর দেখতে এসেছে। দুজনার মধ্যে কথা হচ্ছে-

১ম বন্ধু : ওই দেখ, এত বড় বিল্ডিং বানাইলো ক্যামনে?

২য় বন্ধু : আরে ছাগল, তার আগে ভ্যাইবা দেখ, এত উপরে রং করলো ক্যামনে?

১ম বন্ধু : আরে পাগল, এইডাই বুঝলি না, কাইত কইরা রং ঢাইলা সোজা কইরা রাখছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।