আজকের জোকস : হিন্দি সিরিয়াল দেখতে পারবে না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১৭ জুলাই ২০১৭

হিন্দি সিরিয়াল দেখতে পারবে না

মেয়ে : এই শোনো, বিয়ের পরে তুমি যৌতুক হিসেবে কী কী নেবে?

ছেলে : তেমন কিছু না। শুধু একটা জিনিস চাইবো!

মেয়ে : কী? ৩২ ইঞ্চি এলইডি টিভি?

ছেলে : না!

মেয়ে : তাহলে কী? ডিএসএলআর?

ছেলে : ধুর না। এসব কিছু না!

মেয়ে : তাহলে কী? ফ্রিজ? বড় নাকি মিডিয়াম? অবশ্য আমাদের মিডিয়াম ফ্রিজ দিয়েই চলবে!

ছেলে : না না, ফ্রিজ-ট্রিজ এসব না!

মেয়ে : তাহলে নিশ্চয়ই এসি? এই শোনো, এসি কিন্তু আমার ভালো লাগে না। বেশিক্ষণ থাকলে অস্বস্তি লাগে!

ছেলে : না, এসি-টেসি কিচ্ছু না!

মেয়ে : ও বুঝছি। বিয়ের পর দেশের বাইরে হানিমুন করার ব্যবস্থাটা যাতে আমার ফ্যামিলি করে দেয়, তাই তো?

ছেলে : ধুর না। হানিমুন-টানিমুন না।

মেয়ে : তাহলে কী?

ছেলে : বিয়ের পর তুমি কোন হিন্দি সিরিয়াল দেখতে পারবে না।

****

ধন্যবাদ আবার আসবেন

এক কৃপণ লোকের ঘরে মেহমান এলো-

কৃপণ : কী খাবেন? ঠান্ডা না গরম?

মেহমান : ঠান্ডা।

কৃপণ : প্রাণ আপ নাকি জুস?

মেহমান : প্রাণ আপ।

কৃপণ : গ্লাসে খাবেন নাকি বোতলে?

মেহমান : গ্লাসে।

কৃপণ : নরমাল গ্লাসে না ডিজাইনওয়ালা গ্লাসে?

মেহমান : ডিজাইনওয়ালা গ্লাসে।

কৃপণ : কী ডিজাইন, ফুলের নাকি ফলের?

মেহমান : ফুলের ডিজাইন।

কৃপণ : কী ফুল, গোলাপ না বেলি?

মেহমান : গোলাপ ফুলওয়ালা।

কৃপণ : বড় বড় গোলাপ ফুলওয়ালা নাকি ছোট ছোট গোলাপওয়ালা?

মেহমান : ছোট ছোট।

কৃপণ : সরি, আপনাকে তাহলে আমি আর প্রাণ আপ খাওয়াতে পারলাম না। কারণ আমার ঘরে ছোট ছোট গোলাপের ডিজাইনওয়ালা কোন গ্লাস নেই! ধন্যবাদ আবার আসবেন!

****

বোতল আনছেন

পিচ্চি : এক লিটার আটা দিন তো।

দোকানদার : বাবু! আটা লিটারে না কেজিতে বিক্রি হয়।

পিচ্চি : আচ্ছা, এই বোতলে এক কেজি আটা দিন!

দোকানদার : আটা বোতলে নেয় না। আচ্ছা, তুমি আমার জায়গায় আসো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয়!

পিচ্চি কাউন্টারের ওপাশে গেল আর দোকানদার কাউন্টারের সামনে-

দোকানদার : এক কেজি আটা দিন তো।

পিচ্চি : বোতল আনছেন?

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।