আজকের জোকস : মেয়েরা সবসময় ছোট কাপড় পরে


প্রকাশিত: ০৫:২১ এএম, ০২ জুলাই ২০১৭

মেয়েরা সবসময় ছোট কাপড় পরে

এক শীতের রাতে দু’টি মশা ফোনে কথা বলছে-
১ম মশা : মামা কী খবর?
২য় মশা : মামা ভালো না রে। শীত তো পড়ে গেল। মানুষগুলো সারাদিন কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখে। কামড়ানোর সুযোগ দেয় না।
১ম মশা : তবে যাই হোক মামা, আমার দিনকাল ভালোই কাটে। আফ্রিকায় মেয়েরা সবসময় ছোট কাপড় পরে। মন চাইলেই কামড় বসাই।
২য় মশা : ভালো তো। জানিস মামা, যদিও চান্স পাই দিনের বেলা কিন্তু লাভ হয় না। আমি যে ড্রেনে থাকি তার পাশের বাড়ির ছেলেটা দিন-রাত বিড়ি ফুকে। ওই বাড়িতে তো যেতেই পারি না। গেলেই তো মরে যাবো।
১ম মশা : আরে মামা আমারও তো একই কাহিনি। একবার এক বিড়িখোর ছেলেকে কামড় দিয়েছিলাম। এ তো দেখি পুরোই নিকোটিনযুক্ত রক্ত। মরতে মরতে বেঁচে গেছি। তাই তো রাগে-ক্ষোভে দেশটাই ছাড়তে বাধ্য হলাম।

****

গরুটাকে মানুষ বানিয়ে দেন
একদিন এক ছাত্র ক্লাসে গরু নিয়ে এলো-
শিক্ষক : এই তোতা, ক্লাসে গরু নিয়ে এলি কেন?
ছাত্র : স্যার, আপনিই তো বলেন, ‘কত গরু পিটাইয়া মানুষ বানাইলাম!’
শিক্ষক : হ্যাঁ, বলি। তাতে সমস্যা কোথায়?
ছাত্র : এখন এই গরুটাকে পিটিয়ে একটু মানুষ বানিয়ে দেন!

****

গল্প করছো কেন
দুই ছাত্র পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে গল্প করছে-
শিক্ষক : কি ব্যাপার, তোমরা লেখা বন্ধ করে গল্প করছো কেন?
ছাত্র : স্যার, প্রশ্নে লেখা আছে- ‘পলাশীর যুদ্ধ সম্পর্কে আলোচনা কর’। তাই আলোচনা করছি!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।