আজকের জোকস : বিদেশ থেকে আনিয়েছি


প্রকাশিত: ০৬:১৭ এএম, ০৭ জুন ২০১৭

বিদেশ থেকে আনিয়েছি
ফায়ার সার্ভিস অফিসে একটা ফোন এলো-
লোক : হ্যালো, এটা কি ফায়ার সার্ভিস অফিস?
অফিস : হ্যাঁ, বলুন।
লোক : দেখুন, মাত্র কিছুদিন হলো আমি আমার ফুলের বাগান করেছি। ছোট্ট সুন্দর বাগান, নানা জাতের ফুল ফুটেছে।
অফিস : আগুন লেগেছে কোথায়?
লোক : গোলাপের চারাগুলো খুব দামি, অর্ডার দিয়ে বিদেশ থেকে আনিয়েছি।
অফিস : কোথায় আগুন লেগেছে তা-ই বলুন, শিগগির।
লোক : তাই তো বলছি। আগুন লেগেছে আমার পাশের বাড়ি। আপনারা তো এক্ষুণি আসবেন। তাই আগে থেকেই অনুরোধ করছি, আগুন নেভানোর ফাঁকে একটু পানি ছিটিয়ে দিয়েন। অনেক দিন পানি দেওয়া যাচ্ছে না।

****

তুই পালালি কেন
একজন কণ্ঠশিল্পী একটা ছাগি পালতো। কিন্তু একদিন সেই ছাগিটা পালিয়ে গেলো! আপামর ছাগলগোষ্ঠী তাকে প্রশ্ন করল-
ছাগলগোষ্ঠী : তুই পালালি কেন?
ছাগি : দুঃখের কথা আর কইস নাহ! ওই বেটি রাতের বেলা গান প্র্যাকটিস করতো আর সকালবেলা মানুষজন এসে আমাকে পেটাতো!

****

কিসের বিরিয়ানি
এক চরম কৃপণ লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো। তখন সে দোয়া করতে লাগলো বিধাতার কাছে-
কৃপণ : হে বিধাতা, আমি যদি বেঁচে যাই তাহলে ১ হাজার এতিমকে ২ বেলা বিরিয়ানি খাওয়াবো।

তখনি বড় একটা স্রোত এসে তাকে সাগর তীরে ঠেলে দিলো! সে তখন দাঁড়িয়ে বলল-
কৃপণ : হাহ! কিসের বিরিয়ানি!

তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো! তখন সে বলতে লাগলো-
কৃপণ : আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানি না কি কাচ্চি?

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।