আজকের জোকস : ব্যাংক চেক কবরে দিয়েছি


প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৫ মে ২০১৭

ব্যাংক চেক কবরে দিয়েছি
একদিন স্বামী তার স্ত্রীকে বলছে-
স্বামী : আমি সারা জীবন অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি। আমি চাই- আমি যদি টাকাগুলো শেষ করার আগেই মরে যাই, তাহলে তুমি টাকাগুলো আমার সাথে কবরে দিয়ে দিবে।

বলে স্বামী তার স্ত্রীকে প্রমিজ করিয়ে নিল ভালোভাবে। এর কিছুদিন পরই লোকটা মারা গেল-
স্ত্রী তার স্বামীকে কবর দেওয়ার সময় সেই টাকার ব্যাগটা সাথে দিয়ে দিল। তা দেখে তার এক বান্ধবী বলল-
বান্ধবী : তুই নিশ্চয়ই সব টাকা ওখানে দিয়ে দেওয়ার মত বোকামি করিসনি?
স্ত্রী : কি যে বলিস না, আমি সব টাকাই দিয়ে দিছি, প্রমিজ করছি না!
বান্ধবী : তুই এটা কিভাবে করতে পারলি?
স্ত্রী : আরে আগে আমি সব টাকা একসাথে করে আমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিছি। তারপর পুরো টাকার একটা ব্যাংক চেক করে কবরে দিয়ে দিছি। এখন ওখান থেকে ওর টাকা ও যদি নিতে পারে নিক!

****

চিন্তার কিছু নেই
আত্মীয় : ডাক্তার সাব, আমার চাচার কী অবস্থা দেখলেন?
চিকিৎসক : চিন্তার কিছু নেই। আপনার চাচার অসুখটা আসলে মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, আসলে তা নয়।

কিছুদিন পর রোগীর খবর নিতে ফোন করলেন ডাক্তার-
চিকিৎসক : কী অবস্থা আপনার চাচার?
আত্মীয় : খুবই খারাপ! উনি মনে করেন, উনি মারা গেছেন!

****

কিছুক্ষণ আগেই মারা গেছে
মেডিকেল কলেজের অধ্যাপক ছাত্রকে প্রশ্ন করলেন-
অধ্যাপক : বলো তো, রোগীর হৃৎস্পন্দন কমতে থাকলে এই ওষুধ ঠিক কী পরিমাণ দিতে হবে?
ছাত্র : পাঁচ মিলিগ্রাম।

অধ্যাপক কিছু না বলে পড়াতে শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছেলেটা হাত তুলল-
ছাত্র : স্যার, আমি ওষুধের পরিমাণটা পাল্টাতে চাই।
অধ্যাপক : কোনো লাভ নেই, তোমার রোগী কিছুক্ষণ আগেই মারা গেছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।