আজকের জোকস : বাসর রাতে বাইরে


প্রকাশিত: ০৫:২০ এএম, ২০ মে ২০১৭

বাসর রাতে বাইরে
একটা মশা একটি মাছিকে বিয়ে করল। এরপর বাসর রাতে মশা বাইরে বসে আছে। তখন মশার বন্ধু এসে বলল-
বন্ধু : কি রে তুই বাইরে কেন?
মশা : কী করব? তোর ভাবি তো কয়েল জ্বালিয়ে শুয়ে আছে।

**

তোমাকে একটা গিফট দেব
স্বামী : হ্যালো, কোথায় তুমি?
স্ত্রী : এই তো বাসায় কাজ করতেছি।
স্বামী : আমার যে আজ খুব খুশি খুশি লাগতেছে।
স্ত্রী : কেন? তোমার আবার কী হলো?
স্বামী : আজ তোমাকে একটা গিফট দেব। তোমার একটি ইচ্ছা পূরণ করতে পেরেছি তাই খুব খুশি লাগছে।
স্ত্রী : ওমা, তাই বুঝি ! তা কী জিনিস কিনলে, একটু বলো না?
স্বামী : বাসায় আসলে দেখতে পাবে, ওয়েট ১০ মিনিট।
স্ত্রী : দাঁড়াও, আমি ভিডিও কল দিতাছি।
স্বামী : আরে না, আমার ভিডিও কল চালু হচ্ছে না। আর একটু ওয়েট করো!
স্ত্রী : বলো না, প্লিজ বলো না। আমার জন্য এমন কী জিনিস আনলে তুমি?
স্বামী : আচ্ছা, তাহলে দেখতে চাও?
স্ত্রী : হুম।
স্বামী : তাহলে বেলকনিতে এসো।
স্ত্রী : হুম এলাম, কই কিছু তো দেখছি না?
স্বামী : রাস্তার সোজা ডানপাশে তাকাও।
স্ত্রী : হ্যাঁ, তাকালাম কিন্তু কিছু তো দেখছি না?
স্বামী : তার অপজিটে দেখো একটা কিছু দেখতে পাচ্ছ?
স্ত্রী : হুম দেখতে পেয়েছি।
স্বামী : কি দেখতে পেলে ওখানে?
স্ত্রী : একটা পিঙ্ক কালারের কার। তাও আমার পছন্দের কালার।
স্বামী : হ্যাঁ, এই বুঝতে পেরেছো। ওই কালারের একটা নেলপলিশ কিনেছি তোমার জন্য!

****

অতো পাগল এখনো হয়নি
প্রতিবেশী : আপনার ছেলে আমার ঘরের জানালার কাঁচ ভেঙে ফেলেছে। দয়াকরে ওকে বকে দেবেন।

পরদিন তিনি আবার এলেন-
প্রতিবেশী : আপনার ছেলে এবার আমার শোকেসের কাঁচ ঢিল মেরে ভেঙে দিয়েছে।
বাবা : দেখুন, ছোট মানুষ। আচ্ছা, আমি আচ্ছামতো বকে দেব।

পরদিন আবার সেই ভদ্রলোক ছুটে এলেন রেগেমেগে-
প্রতিবেশী : বলি পেয়েছেনটা কী? আপনার ছেলে তো এবার আমার টিভি স্ক্রিনটা ভেঙে ফেলেছে।
বাবা : দেখুন, ছোট মানুষের পাগলামি।
প্রতিবেশী : পাগলামি! কী বলছেন আপনি? তাহলে আপনারটা ভাঙলো না কেন?
বাবা : অতো পাগল এখনো হয়নি যে আমারটা ভাঙবে!

****

অন্ধকারেও লাইট নিয়ে খুঁজছে
দুই মাতল এক ঘরে বসে মদ খাচ্ছে। তাদের মশা কামরাচ্ছে দেখে ঘরের লাইট বন্ধ করে দিলো। ঘরে ছিল জোনাকি পোকা, তাই দেখে এক মাতাল বলল-
মাতাল : মশাগুলো কী চালাক দেখেছিস? অন্ধকারেও লাইট নিয়ে খুঁজছে!

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।