আজকের জোকস : আর কত অপমান করবে


প্রকাশিত: ০৫:৫০ এএম, ১৭ মে ২০১৭

আর কত অপমান করবে
মা : কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন?
ছেলে : এখন থেকে এভাবেই খাবো!
মা : কেন?
ছেলে : বাবা আর কত অপমান করবে? বাবা রোজই বলে– ‘এত বড় ছেলে, এখনো বসে বসে খাস!’

****

আমার ছেলের হাতে দিও
এক লোক বাসায় এসে দেখে তার স্ত্রী কাঁদছে–
স্বামী : কাঁদছো কেন?
স্ত্রী : তোমার মা আমাকে অপমান করেছে।
স্বামী : কিন্তু সে তো এখান থেকে এক হাজার মাইল দূরে থাকে। তিনি কীভাবে তোমাকে অপমান করলেন?
স্ত্রী : সে তোমাকে একটা চিঠি পাঠিয়েছে, অত্যন্ত ব্যক্তিগত।
স্বামী : ব্যক্তিগত চিঠি তো থাকতেই পারে, তাতে হলোটা কী?
স্ত্রী : ব্যাপারটা তা নয়, চিঠির শেষ লাইনে তোমার মা লিখেছে– ‘খুলে যখন পড়েই ফেললে এখন অন্তত দয়াকরে চিঠিটা আমার ছেলের হাতে দিও।

****

বলেন কী লিখতে হবে
পাশের বাসার কলেজপড়ুয়া যুবককে ডেকে এনে বৃদ্ধ বললেন–
বৃদ্ধ : আমাকে একটা চিঠি লিখে দেবে?
যুবক : আচ্ছা ঠিক আছে, বলেন কী লিখতে হবে?

এরপর ঘণ্টাখানেক ধরে লোকটার কথানুযায়ী পুরো চিঠিটাই লিখে সে লোকটাকে জিজ্ঞেস করল–
যুবক : আর কিছু?
বৃদ্ধ : আচ্ছা হ্যাঁ, চিঠির নিচে লিখে দাও– ‘জঘন্য হাতের লেখা আর বানান ভুলের জন্য মার্জনা করিবেন’।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।