আজকের জোকস : টাকাগুলো ব্যাগেই আছে


প্রকাশিত: ০৫:১৮ এএম, ১০ মে ২০১৭

টাকাগুলো ব্যাগেই আছে
এক চীনা ভদ্রলোক বাজারে যাওয়ার পথে ব্যাগ হারিয়ে মন খারাপ করে ঘরে ফিরেছেন। হাতে বাজারের ব্যাগ না দেখে তার বদমেজাজি স্ত্রী খেঁকিয়ে উঠলেন-
স্ত্রী : হাত খালি কেন? বাজার কোথায় শুনি!
ভদ্রলোক : ইয়ে মানে, বাজারে আজ পা ফেলার উপায় নেই। তার ওপর ব্যাগটাও হারিয়ে ফেলেছি!
স্ত্রী : তা বেশ, টাকাগুলো আছে তো, নাকি তা-ও ফেলে এসেছ?
ভদ্রলোক : না, না, না। ও নিয়ে চিন্তা করো না! টাকাগুলো ওই ব্যাগেই আছে। আর ব্যাগের মুখটাও কষে বেঁধেছিলাম আজ।

****

কোদাল চুরি হয়ে গেছে
এক কৃষক খালি হাতে মাঠ থেকে ঘরে ফিরে এলো। স্ত্রী জিজ্ঞেস করল-
স্ত্রী : আরে, তোমার কোদাল কোথায়?
কৃষক : (জোরে) যাহ, কোদালটা ভুলে মাঠে ফেলে এসেছি।
স্ত্রী : গলা নামিয়ে বলো। কথাটা কেউ যদি শুনতে পায়, তাহলে সে মাঠে গিয়ে তোমার কোদাল চুরি করে নিয়ে যাবে। যাও, তাড়াতাড়ি মাঠে গিয়ে কোদাল নিয়ে এসো।

কৃষক তাড়াতাড়ি মাঠে গেল। কিন্তু কোথায় কোদাল? চুরি হয়ে গেছে। বাড়ি ফিরে কৃষক গলা নামিয়ে বউয়ের কানের কাছে ফিসফিস করে বলল-
কৃষক : কোদাল চুরি হয়ে গেছে।

****

চারটায় এক ডজন
আবু : আমার মামার বাড়িতে এতো বড় আম ধরে যে, একটাতেই দশ কেজি হয়ে যায়।
বাবু : আমার মামার বাড়িতে এতো বড় এত বড় আম ধরে যে, চারটায় এক ডজন হয়ে যায়।

****

ছাগলের ডিম আর মুরগির দুধ
রোগি : আমি ঘুমাইলে চোখে দেখি না, খাইলে ক্ষুধা লাগে না।
চিকিৎসক : আপনি রোজ সকালে একটা ছাগলের ডিম আর এক গ্লাস মুরগির দুধ খাবেন, তাহলে ঠিক হয়ে যাবে!

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।