আজকের জোকস : সবকিছুই গুরা নাকি
সবকিছুই গুরা নাকি
এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে-
শিক্ষক : বল তো বাবা, হর্স বাংলা কী?
ছাত্র : গুরা।
শিক্ষক : গুরা! আচ্ছা, টার্ন বাংলা কী?
ছাত্র : গুরা।
শিক্ষক : তাহলে পাউডার মানে কী?
ছাত্র : গুরা।
শিক্ষক : সবকিছুই গুরা নাকি?
ছাত্র : না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষেরটা গুরা-গুরা।
****
স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে
মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেছেন একজন রোগি-
রোগি : ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজের নামটাও মনে করতে পারি না।
চিকিৎসক : কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আপনার?
রোগি : কোন সমস্যা?
****
সত্যবাদীর কোন দাম নাই
বড়লোক বাবার একমাত্র মেয়ে সমাজ পরীক্ষা দিতে গেছে। তো যথারীতি সে প্রশ্ন দেখে উত্তর লেখা শুরু করলো-
‘এই সমাজ সম্পর্কে কি লিখবো, এই দেশে কোন সমাজ আছে? কোন আইন কানুন নাই। ঠকবাজ মানুষে দেশটা ভোরে গেছে। সমাজে কোন সঠিক বিচার নাই। সব অসামাজিক কাজ কারবার।’
ফলাফল প্রকাশের দিন মেয়েটা দেখলো তার খাতায় স্যার কোন নম্বর দেননি। কিন্তু খাতার নিচে লাল কালিতে লেখা-
‘এই সমাজে সত্যবাদীর কোন দাম নাই।’
এসইউ/জেআইএম