আজকের জোকস : টেবিল ভারি তাই চেয়ারটাই মারলাম


প্রকাশিত: ০৫:২৭ এএম, ২৪ এপ্রিল ২০১৭

টেবিল ভারি তাই চেয়ারটাই মারলাম
বিলু আর টিপু চতুর্থ শ্রেণিতে পড়ে। একদিন টিফিন পিরিয়ডে দু’জনের বেধে গেল তুমুল ঝগড়া! রেগেমেগে টিপু একসময় বসার চেয়ারটাই ছুঁড়ে মারলো বিলুর দিকে।

অল্পের জন্য রক্ষা পেল বিলু, কিন্তু ততক্ষণে প্রধান শিক্ষকের কানে খবর পৌঁছে গেছে-
প্রধান শিক্ষক : টিপু! তুমি বিলুর দিকে চেয়ার ছুঁড়ে মেরেছো কেন?
টিপু : স্যার, টেবিলটা বেশি ভারি ছিল। তাই চেয়ারটাই তুলে মারলাম।

****

ছাত্র-শিক্ষকের বাংলিশ
ছাত্র : মে আই আসতে পারি?
শিক্ষক : নো, ইউ কাম দেরি হোয়াট ইস তোমার প্রবলেম?
ছাত্র : অনেক দূর ইজ মাই বাড়ি। সো আই কাম দেরি।
শিক্ষক : ওকে, নেক্সট দিন কাম তাড়াতাড়ি।

****

পা দেখে পাখির নাম
বায়োলজি প্রাক্টিক্যাল পরীক্ষা-
শিক্ষক : এই পাখির পা দেখে পাখিটির নাম বলো।
হাবলু : আমি জানি না।
শিক্ষক : তুমি ফেল করেছো। তোমার নাম কী?
হাবলু : আমার পা দেখুন। তাহলেই জানতে পারবেন।

****

হাতটা যে ভেঙেছে
লাল্টু বেজায় কৃপণ। একদিন তিনি গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ বিশাল একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ বেধে গেল। গাড়িটা দুমড়েমুচড়ে গেলেও প্রাণে বাঁচলেন বল্টু।

পুলিশ ঘটনাস্থলে এসে দেখল লাল্টু গাড়ির পাশে বসে হাউমাউ করে কাঁদছেন আর বলছেন-
লাল্টু : আমার এতো দামি গাড়িটার কী হলো গো…
পুলিশ : আপনি তো ভাই অদ্ভুত লোক! গাড়ি না হয় গেছে, কিন্তু আপনার হাতটা যে ভেঙেছে, সে খেয়াল আছে?

এতক্ষণে হাতের দিকে খেয়াল হলো লাল্টুর। এবার আরো জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন আর বললেন-
লাল্টু : ও খোদা গো! আমার এতো সাধের দামি রোলেক্স ঘড়িটা…

এসইউ/জেআই্এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।