আজকের জোকস : আইন নিজের হাতে নিবেন না


প্রকাশিত: ০৬:০৩ এএম, ২২ এপ্রিল ২০১৭

আইন নিজের হাতে নিবেন না
একটি ডিজিটাল বাংলা ছবির শেষ দৃশ্য-
তুই আমার মায়ের পেন ড্রাইভ ফরম্যাট করেছিস… ইয়া ডিশুম!
তুই আমার বোনকে মিস কল দিয়েছিস… ইয়া ধিসুম (নাকের উপর ঘুসি)!
তুই আমার আব্বার ল্যাপটপ নষ্ট করেছিস... আ আ আ… ধাম (আছার মারার শব্দ)।
তুই আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছিস (ধিম ধাম)।
আজকে তোকে আমি ডিলিট করেই ফেলবো।

এ সময় অ্যান্টি ভাইরাসের আগমন-
অ্যান্টি ভাইরাস : থামুন- আইন নিজের হাতে তুলে নিবেন না জনাব। আমি মামলায় ডুকাইতাছি।

****

আমার কী দোষ
চেকার : মাসিমা, আপনার টিকিট তো লোকাল ট্রেনের, এক্সপ্রেসে উঠেছেন কেন?
বৃদ্ধা : ওসব আমি বুঝি না বাপু, কী বলছিস ভালো করে বল।
চেকার : বলছি আপনার টিকিট তো আস্তে গাড়ির, জোরে গাড়িতে কেন উঠলেন?
বৃদ্ধা : এতে আমার কী দোষ? যা, গিয়ে তোর ড্রাইভারকে আস্তে চালাতে বল।

***

সারাজীবন টিকে যায়
শিক্ষক : বল কে ‘আই লাভ ইউ’ আবিষ্কার করেছে?
ছাত্র : স্যার, চায়না কোম্পানি।
শিক্ষক : কীভাবে? ব্যাখ্যা দাও।
ছাত্র : এটার কোনো গ্যারান্টি নাই, কোয়ালিটিও নাই। টিকলে সারাজীবন টিকে যায়, না টিকলে ২দিনও টিকে না!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।