আজকের জোকস : দাঁড় করিয়ে রাখবো


প্রকাশিত: ০৪:১৭ এএম, ১৩ এপ্রিল ২০১৭

দাঁড় করিয়ে রাখবো
শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রদের উদ্দেশ্যে বললেন-
শিক্ষক : আজ যে দুষ্টুমি করবে তাকে কান ধরে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবো।
পল্টু : স্যার, আমি যদি কিছু না করি তাহলে কি আমাকে শাস্তি দিবেন?
শিক্ষক : অবশ্যই না।
পল্টু : স্যার, আমি আজ বাড়ির কাজ করিনি।

****

বেটার ঘরের নাতি
একবার সুমনের মা সুমনকে বলছে-
মা : সুমন, তুই তো অনেক ইংরেজি শিখেছিস। আমাকে একটু ইংরেজি বলে শুনাছ না।
সুমন : মা, আমি ইংরেজি বললে তুমি কি বুঝবে?
মা : বেশ বুঝবো, তুই বল।
সুমন : বলো তো মা, ‘সামথিং ইজ বেটার দেন নাথিং’- এর অর্থ কী?
মা : ওহ, এই কথা? তুই যে ‘শামসুদ্দিনের বেটার ঘরের নাতি’- এটাই বুঝিয়েছিস।

****

জঘন্য গন্ধ বের হয়
হাবলু : ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা। কিন্তু ভালো দিক এই যে, আমার গ্যাসের গন্ধও হয় না, আওয়াজও হয় না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টেরই পায়নি।
চিকিৎসক : এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন।

এক সপ্তাহ পর-
হাবলু : এ কী ওষুধ দিলেন ডাক্তার সাহেব, আমার গ্যাসে এখনো আওয়াজ নেই। কিন্তু জঘন্য গন্ধ বের হয়!
চিকিৎসক : গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে; এখন আপনার কানের চিকিৎসা করতে হবে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।