আজকের জোকস : আমি সন্ন্যাস নেব


প্রকাশিত: ০১:৫৫ এএম, ২৪ মার্চ ২০১৭

মেয়ে ও নাতি-নাতনিসহ জামাই এলো শ্বশুর বাড়ি-
জামাই : আমি সন্ন্যাস নেব স্থির করেছি।
শ্বশুর : সে কী! সন্ন্যাস নেবে কেন?
জামাই : পরকালের কাজ করব তাই। যাই হোক আমি সন্ন্যাস গ্রহণের আগে কারো কাছে কোনো ঋণ রাখব না। সব শোধ করে দিয়ে যাব।
শ্বশুর : আমার কাছে তো তোমার কোনো ঋণ নেই।
জামাই : আছে দশ বছর আগে আপনি আমাকে কন্যা সম্প্রদান করেছিলেন। আজ তা সুদসহ ফিরিয়ে দিয়ে গেলাম।

***

সমুদ্রের পানি লবণাক্ত কেন
কলেজে বিজ্ঞান ক্লাস চলছে-
শিক্ষক : পল্টু দাঁড়াও। বলো দেখি, সমুদ্রের পানি লবণাক্ত কেন?
পল্টু : সে বহুকাল আগের কথা। বিশাল এক জাহাজভর্তি লবণ যাচ্ছিল সমুদ্র দিয়ে। এমন সময় প্রচণ্ড ঝড়ে জাহাজটা ডুবে গেলো। আর এতেই সমুদ্রের পানি লবণাক্ত হয়ে গেছে।

***

আমি দেখতে মুরগির মতো
ছাত্র : ম্যাডাম আপনি কি মুরগি?
ম্যাডাম : এই দুষ্টু ছেলে, আমি কি দেখতে মুরগির মতো নাকি? এসব ফালতু কথা কেন বলছো!
ছাত্র : আপনি কেন তাহলে প্রতিদিন আমার খাতায় ডিম দেন?

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।