আজকের জোকস : তুই আর ভালো হলি না


প্রকাশিত: ০৫:৪২ এএম, ০৫ মার্চ ২০১৭

তুই আর ভালো হলি না
কলেজের একাদশ শ্রেণিতে যুক্তিবিদ্যা ক্লাস চলছে-
শিক্ষক : আমি টেবিল ছুঁয়েছি, আর টেবিল মাটি ছুঁয়েছে, তার মানে আমি মাটি ছুঁয়েছি। এ রকম একটি যুক্তি দেখাও
গিল্টু : স্যার আমি আপনাকে ভালোবাসি, আর আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, তার মানে আমি আপনার মেয়েকে ভালোবাসি।
শিক্ষক : ওরে গিল্টু, তুই আর ভালো হলি না।

****

সিগারেট খাওয়া শুরু
মা : শুনলাম তুমি নাকি ইদানিং সিগারেট খাওয়া শুরু করছো। কথা কি সত্য?
ছেলে : জ্বী আম্মু কথা সত্য।
মা : শুনে ভালো লাগলো যে তুমি সত্য কথা বলা শুরু করেছো। আচ্ছা যা খাইছো খাইছো, আর খাইয়ো না। তো আমি কি জানতে পারি যে, তুমি হঠাৎ সিগারেট খাওয়া শুরু করলা কেন?
ছেলে : আমি দেশ ও দশের কথা ভেবে খাওয়া শুরু করছি।
মা : মানে?
ছেলে : সিগারেট হলো দেশের শত্রু, ঠিক কিনা কও?
মা : হ্যাঁ, ঠিক।
ছেলে : সিগারেট হলো পরিবেশের শত্রু, ঠিক কিনা কও?
মা : হ্যাঁ, ঠিক।
ছেলে : সিগারেট হলো যুব সমাজের শত্রু, ঠিক কিনা কও?
মা : হ্যাঁ, ঠিক।
ছেলে : এ জন্যই তো এইটারে জ্বালায়ে পোড়ায়ে নিঃশেষ করে দিতাছি।

****

সাঁতার জানেন না
চাকরির ইন্টারভিউ চলছে-
প্রশ্নকর্তা : আপনি সাঁতার জানেন?
চাকরিপ্রার্থী : জি না।
প্রশ্নকর্তা : জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন, আর সাঁতার জানেন না?
চাকরিপ্রার্থী : কিছু মনে করবেন না স্যার। উড়োজাহাজের পাইলট কি উড়তে জানে?

****

ব্যাঙের পরিবার
শিক্ষক : সেন্টু, ৪টি উভচর প্রাণীর নাম বল।
সেন্টু : স্যার, ব্যাঙ।
শিক্ষক : বাকি ৩টা কে বলবে?
সেন্টু : স্যার, মনে পড়ছে না।
শিক্ষক : তাহলে কান ধরে দাঁড়া।
সেন্টু : স্যার, মনে পড়েছে! মনে পড়েছে!
শিক্ষক : ঠিক আছে, বল।
সেন্টু : ব্যাঙ, ব্যাঙের মা, ব্যাঙের বাবা আর ব্যাঙের গার্লফ্রেন্ড!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।