আজকের জোকস : সবাই শুনতে পাচ্ছে


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

সবাই শুনতে পাচ্ছে
বিল্টু এফএম রেডিও স্টেশনে কল করল-
বিল্টু : হ্যালো, এটা কী এফএম...?
আরজে : জি, বলুন।
বিল্টু : আমার কথা কী পুরা শহরে শোনা যাচ্ছে?
আরজে : হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে বলুন।
বিল্টু : তার মানে আমার বোন যে রেডিও শুনছে, সেও শুনতে পাচ্ছে?
আরজে : আরে ভাই, হ্যাঁ।
বিল্টু : হ্যালো পিংকি, যদি আমার কথা শুনতে পাস তাহলে জলদি পানির মোটর চালু কর। আমি টয়লেটে বইসা আছি আর পানি শেষ। তোর নম্বরটাও বন্ধ। জলদি কর!

****

তোমার মত সুন্দরী আমার গোলাম
রাজ দরবারে নাচ করছে এক অপরূপ রূপসী। রাজা ছিলেন অনেক কুৎসিত। নাচ শেষে রূপসী রাজাকে উদ্দেশ্য করে বলল-
নর্তকী : জাহাপনার আজ্ঞা হলে একটা প্রশ্ন করব!
রাজা : হ্যা, নিশ্চয়ই।
রূপসী : উপরওয়ালা যখন সৌন্দর্য দান করছিলেন তখন আপনি কোথায় ছিলেন?

মজলিসের সবাই হতবাক। কতবড় দুঃসাহস যে রাজার সৌন্দর্য নিয়ে কটাক্ষ করে! রাজা সাদাসিধা ছিলেন তাই রাগ না করেই মুচকি হেসে জবাব দিলেন-
রাজা : ওহে সুন্দরী, তুমি যখন সৌন্দর্য নেয়ার লাইনে দাঁড়িয়েছিলে, আমি তখন সৌভাগ্যের লাইনে দাঁড়িয়ে সৌভাগ্য নিচ্ছিলাম। তাই আজ দেখো তোমার মত সুন্দরী আমার গোলাম হয়ে রাজ-মনোরঞ্জন করতে ব্যস্ত।

****

যৌতুক বলে কিছু থাকবে না
যৌতুকবিরোধী জনসভায় এক সুশীল ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন-
সুশীল : ভাই ও বোনেরা, আমি আপনাদের কথা দিচ্ছি- আগামী মাস থেকে আমার এলাকায় যৌতুক বলে কিছু থাকবে না।
সহকারী : আপনি চলতি মাস থেকেই যৌতুক তুলে দেন।
সুশীল : আরে বোঝছ না কেন, এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে মেয়ের বিয়ে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।