আজকের জোকস : তিন মাতালের গাড়িতে ওঠা


প্রকাশিত: ০৫:১৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

তিন মাতালের গাড়িতে ওঠা
তিন মাতাল একটি গাড়িতে ওঠে। ড্রাইভার বুঝতে পারে যে তারা মাতাল। ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল এবং সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলল এবং তাদেরকে বলল যে, তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছেছে।
তিন মাতাল গাড়ি থেকে নামল-
১ম মাতাল : ধন্যবাদ।
২য় মাতাল : নিন, ১০ টাকা বকশিস দিলাম।

৩য় মাতাল ড্রাইভারকে একটা থাপ্পর দেয়। ড্রাইভার মনে করল যে, লোকটা বোধ হয় মাতাল ছিল না। হয়ত সবকিছু বুঝে ফেলেছে। তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস করল-
ড্রাইভার : থাপ্পর মারলেন কেন?
৩য় মাতাল : এত স্পীডে কি কেউ গাড়ি চালায়! মেরেই ফেলছিলি প্রায়।

****

গুলি কইরা দে
এক চোর ১ কোটি টাকা আর অনেক সোনা চুরি করে পালাচ্ছিল। তখন সে এক বোবা লোকের ঘরে ঢুকে পড়লো! সেখানে সে টাকা আর সোনা রেখে বলল-
চোর : কালকে নিয়ে যাব।

দ্বিতীয় দিন সেখানে গিয়ে দেখল, যেখানে টাকা আর সোনাগুলো রেখেছিল; সেগুলো কিছুই নেই। যখন বোবা লোকটাকে টাকা আর সোনার কথা জিজ্ঞেস করলো। বোবা লোকটা ইশারা করতে লাগলো যে, সে এ ব্যাপারে কিছু জানে না!

এরপর চোর তার এমন এক বন্ধুকে নিয়ে গেল, যে বোবা মানুষের ইশারার কথা বুঝতে পারত। তখন চোর বন্ধুকে বলল-
চোর : ওকে বল, মাল কই রাখছে। না বললে কিন্তু গুলি কইরা মাইরা ফালামু।

তখন বোবা লোকটা ভয় পেয়ে ইশারায় জানায়, ‘ঘরের পিছে যে গাছ আছে তার নিচে রেখেছে’। চোর কিছু না বুঝে ওর দোস্তকে জিজ্ঞেস করল-
চোর : কি বলছে?
দোস্ত : বলতেছে যে, গুলি কইরা দে। আমি কমু না!

****

আমি মারা গিয়েছি
দুই বন্ধুর অতীতের কথা হচ্ছে-
১ম বন্ধু : আচ্ছা তোর কোনোদিন মারাত্মক অসুখ হয়েছে নাকি?
২য় বন্ধু : হু... হয়েছিল। ডায়রিয়া হয়েছিল। ওইবার ডায়রিয়াতে অনেক লোক মারা গিয়েছিল।
১ম বন্ধু : কেন, তুই মারা যাসনি?
২য় বন্ধু : এখন তোর সঙ্গে বসে অতীতের কথা বলছে কে?
১ম বন্ধু : কেন তুই...
২য় বন্ধু : তাহলে কী আমি মারা গিয়েছি?

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।