আজকের জোকস : চোরের সর্দারের উপদেশ


প্রকাশিত: ০২:৩৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৭

চোরের সর্দারের উপদেশ
ভাগ-বাটোয়ার জন্য কয়েক চোর মিলে সারারাতের চুরির টাকা হিসাব করছে। হিসাব করার সময় এক চোর একখান হাজার টাকার নোট সরিয়ে ফেলতে গিয়ে ধরা পড়েছে।

চোরের সর্দার সেই ধরা পড়ে যাওয়া চোরটিকে তিরস্কার করছে-
সর্দার : এই তোরে না একদিন কইছি ভালো হইয়া যা। ভালো হইতে পয়সা লাগে না? জীবনে সততার সাথে কাজ করবি, উন্নতি করতে পারবি। চুরি-চামারি করবি তো জীবন শেষ!

****

রাজার মেয়ের সাথে বিয়ে
রাজা তার মেয়ের জন্মদিনে রাজ্যের সব প্রজাকে দাওয়াত দিলেন। বিশাল আয়োজন হল। আয়োজনের শেষ পর্যায়ে রাজা বললেন-
রাজা : আমি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে একটা ঘোষণা দিতে চাই। আমি আমার এই পুকুরে অনেক দিন ধরে কিছু কুমির রেখেছি। এখানে এমন কোন বীরপুরুষ কি আছে, যে এই পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে যেতে পারবে? যদি কেউ পারে তাহলে তাকে ১ কোটি টাকা অথবা আমার মেয়ের সাথে বিয়ে দেয়া হবে।

কথা শেষ না হতেই দেখা গেল একজন পুকুরের মধ্যে লাফ দিয়ে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। লোকটা অনেক কষ্টে সাঁতার কেটে পুকুরের অন্য প্রান্তে উঠল। রাজ্যের সবাই দেখে তো হাততালি দিতে লাগল।

রাজা লোকটিকে জিজ্ঞাসা করলেন-  
রাজা : তোমার সাহস দেখে আমি মুগ্ধ। বল, তুমি কী চাও? আমার মেয়ে নাকি ১ কোটি টাকা?
লোক : রাজামশাই, আমি আপনার মেয়েকেও চাই না। আপনার ১ কোটি টাকাও চাই না।
রাজা : সেকি! তাহলে তুমি কী চাও?
লোক : আমি ওই লোকটাকে চাই। যে আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছে!

****

এই মেয়ে ক্যানসেল
পাত্রী দেখার ডিজিটাল সিস্টেম
পাত্রের মা : ফেসবুকে আপনাদের মেয়ের ফ্রেন্ড আছে কতজন?
পাত্রীর বাবা : ফ্রেন্ড আছে দুই হাজারের উপরে।
পাত্রের মা : মাত্র! আর ফলোয়ার কতজন?
পাত্রীর বাবা : ইয়ে... মানে, ফলোয়ারতো একজনও নেই।
পাত্রের মা : বলেন কি! আপনাদের মেয়ে তো তাহলে যার-তার রিকোয়েস্ট পেলেই অ্যাকসেপ্ট করে ফেলে! আসলে আমরা এমন একটা মেয়ে চাইছি, যার দশ হাজার প্লাস ফলোয়ার আছে! আচ্ছা, মেয়ের প্রোফাইল পিকচার দেখান তো!
পাত্রীর বাবা প্রোফাইল পিকচার অ্যালবামে ঢুকলেন।
পাত্রের মা : একি! একটা ছবিতেও দেখি ২৫টার বেশি লাইক পড়েনি! কমেন্ট যা আছে, তাও বিভিন্ন পেজের লিংক আর অ্যাড মি লেখা! এই মেয়ে ক্যানসেল!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।