আজকের জোকস : চোখ খুলে ঘুম


প্রকাশিত: ০৫:৫০ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

চোখ খুলে ঘুম
পল্টু : এই বল্টু, আজ থেকে আমি তোর বস!
বল্টু : কেন?
পল্টু : আমি তোর থেকে অনেক বড়। অনেক শান্ত। আমি যেকোন কঠিন কাজ অনেক সহজে করতে পারি, তাই!
বল্টু : অ্যাঁ, আমি যে কাজ চোখ বন্ধ করে করতে পারি, তুই সেই কাজ চোখ খুলে করতে পারবি?
পল্টু : কী এমন কাজ, শুনি!
বল্টু : আমি চোখ বন্ধ করে ঘুমাতে পারি, তুই চোখ খুলে ঘুমাতে পারবি?

****

আমার বলদের মতো
গোপালের তখন বয়স হয়েছে। চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন-
কৃষ্ণচন্দ্র : কী গোপাল, গতকাল আসনি কেন?
গোপাল : আজ্ঞে চোখে সমস্যা হয়েছে। সবকিছু দুটো দেখি। কাল এসেছিলাম। এসে দেখি দুটো দরবার। কোনটায় ঢুকব, ভাবতে ভাবতেই...
কৃষ্ণচন্দ্র : এ তো তোমার জন্য ভালোই হলো। তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ।
গোপাল : ঠিকই বলেছেন মহারাজ। আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি চারটা পা। ঠিক আমার বলদের মতোই!

****

শুধু দুধ খেল
এক লোকের দাঁতে পোকা ধরায় সে চিকিৎসকের কাছে গেলো-
চিকিৎসক : ৪ দিন সকাল এবং বিকেলে দুধ আর বিস্কুট খাবেন এবং ৫ম দিন শুধু দুধ খাবেন।

লোকটি চিকিৎসকের পরামর্শ মতো ৪ দিন দুধ এবং বিস্কুট খেল। আর ৫ম দিন শুধু দুধ খেল। ৫ম দিন পোকা দাঁত
থেকে বাহির হয়ে আসলো। আর, বললো-
পোকা : কি ভাই আজ বুজি বিস্কুট নাই?

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।