আজকের জোকস : বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত
স্যার ক্লাসে সবাইকে ক্রিকেট ম্যাচ নিয়ে রচনা লিখতে দিয়েছেন। সবাই মন দিয়ে লিখে চলছে। ৩-৪ মিনিট পরেই স্যার হঠাৎ দেখেন রন্টি জানালা দিয়ে উদাস নয়নে বাইরের মাঠের দিকে তাকিয়ে আছেন।

স্যার রন্টিকে ঝাড়ি দিয়ে জানতে চাইলেন-
স্যার : এই তুমি লিখছো না কেন?
রন্টি : স্যার আমার লেখা হয়ে গেছে!
স্যার : মানে? কই তোমার খাতা দেখি?

রন্টি স্যারকে খাতা এগিয়ে দিলেন। স্যার দেখলেন খাতায় লেখা রয়েছে, ‘বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো।’

****

ছিটকিনিটা নষ্ট তো
প্রথম বন্ধু : জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়!
দ্বিতীয় বন্ধু : স-বা-ই?
প্রথম বন্ধু : সবাই, চাকর-বাকর পর্যন্ত।
দ্বিতীয় বন্ধু : তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!
প্রথম বন্ধু : ধুর, তা নয়, আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই।

****

গরু গুঁতো দেয়
স্যার ছাত্রকে প্রশ্ন করছে-
স্যার : মিঠু, বল তো গরু আমাদের কী দেয়?
মিঠু : গরু? গরু আমাদের গুঁতো দেয় স্যার!

****

থার্ড হ্যান্ড মোবাইল
ছেলে ও বাবার মধ্যে কথা হচ্ছে-
ছেলে : বাবা টাকা দাও। একটা মোবাইল কিনব।
বাবা : মোবাইল কিনবি? তোরে না দুই মাস আগেই ১০ হাজার টাকা দিলাম নতুন মোবাইলের লাইগা!
ছেলে : হুম দিছ, কিন্তু এবার একটা থ্রিজি মোবাইল কিনব।
বাবা : থ্রিজি মোবাইল! সেইডা আবার কী?
ছেলে : ওহহ, থ্রিজি কী জানো না? থ্রিজি হলো থার্ড জেনারেশন মোবাইল ফোন।
বাবা : কী কইলি? তোর এত অধঃপতন! আমার কি টাকার অভাব? তোরে আমি কুনো দিন সেকেন্ড হ্যান্ড জিনিস কিইনা দেই নাই, আর আমার পোলা হইয়া সেই তুই কিনবি থার্ড হ্যান্ড মোবাইল!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।