আজকের জোকস : মরতে পারলাম না


প্রকাশিত: ০২:০২ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

মরতে পারলাম না
সন্ধ্যা ৭টা : একদিন এক স্ত্রী তার স্বামীর উপর রাগ করে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে শাড়ি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করছে!

সন্ধ্যা সাড়ে ৭টা : শ্বশুর আর স্বামী বুঝতে পেরে বাইরে থেকে অনেক বোঝালো। কাজ হলো না! বহু চেষ্টা করেও লোহার দরজা ভাঙতেও পারল না!

রাত ৮টা : নিরুপায় হয়ে থানায় ও তার বাপের বাড়িতে ফোন করল তারা! কোন সাড়া না পেয়ে জীবিত উদ্ধারের আশা তারা ছেড়েই দিল। শ্বশুর কেঁদে উঠল, স্বামীও কাঁদছে। তাদের ৪ বছরের বাচ্চাটাও মা মা করে কেঁদে কেঁদে হয়রান!

কিন্তু একজনকে একদম চিন্তাহীন দেখাল! তিনি শাশুড়ি, ড্রয়িং রুমে বসে কিসের জন্য যেন ওয়েট করছিলেন।
রাত সাড়ে ৮টা : শাশুড়ি টিভি ওপেন করল, ফুল ভলিউমে বেজে উঠল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা...’।

হঠাৎ সবাই লক্ষ্য করল, দরজা খুলে শাড়িটা পরতে পরতে স্ত্রীটি ড্রয়িং রুমের দিকে দৌড়াতে দৌড়াতে উঁচু গলায় বলতে লাগল, ‘এতক্ষণে আমার মরা মুখ দেখতে। কিন্তু স্টার জলসার ‘মা’ সিরিয়ালের ঝিলিকের বাচ্চাটার কি অবস্থা হইছে তা না দেখে মরতে পারলাম না’।

****

ইংরেজিতে অনুবাদ
শিক্ষক: শামস, ইংরেজিতে অনুবাদ করো, ‘মাখন লাল সরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মামা ছিলেন’।
শামস : ‘Butter red govt. was the double mother of god moon education sea.’

****

ফ্রিতে চুল কাটাইবা
চুল কাটানোর পর এক লোক নাপিতকে বলল-
লোক : আমি একটু বাইরে থেকে আসছি। এরমধ্যে তুমি আমার ছেলের চুল কাটো!

সেই ছেলের চুল কাটানোর পর নাপিত তাকে জিজ্ঞেস করল-
নাপিত : তোমার বাবা কই!
ছেলে : ওই লোক তো আমার বাবা না। বাইরে দেখা হইছিল আর আমারে বলল, ফ্রিতে চুল কাটাইবা? তাইলে আমার সাথে চলো।

****

কতদূর পড়ালেখা করেছ
গ্রামের শিক্ষিত এক ছেলেকে অশিক্ষিত লোক জিজ্ঞাসা করছে-
অশিক্ষিত : এই ছেলে, তুমি কতদূর পড়ালেখা করেছ?
শিক্ষিত : বিএ পাস করেছি।
অশিক্ষিত : দুই অক্ষর বলেছ, তা-ও আবার উল্টো।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।