আজকের জোকস : বয়স কমানোর গল্প


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০২ জানুয়ারি ২০১৭

বয়স কমানোর গল্প
চলন্ত ট্রেনের কামরায় তিন মহিলা গল্প করছে। সেই কামরায় অল্প বয়সের একটি ছেলে শুয়ে তাদের গল্প শুনছিল। মহিলা তিনজন গল্প করতে করতে বয়সের কথা এসে যায়। তখন প্রথম জন বলল-
১ম জন : আমার বয়স আর কত হবে? এই ধরুন ঊনিশ।
২য় জন : আমার বয়স আর কত হবে? এই ধরুন সতেরো।
৩য় জন : আমার আর কত? এই ধরুন পনেরো।

এই তিন মহিলার বয়স কমানো শুনে ছেলেটি ধপাস করে শোয়া থেকে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে তিন মহিলা তার কাছে এগিয়ে গেল এবং জানতে চাইল-
মহিলা : কীভাবে পড়লে?
ছেলে : আমি তো পড়ি নাই, এইমাত্র জন্মগ্রহণ করলাম।

****

দাদি-নাতির হিসাব
নাতি : ঘুম আসছে না! চলো কথা বলি।
দাদি : ঠিক আছে।
নাতি : আচ্ছা দাদি, আমরা কি পাঁচজনই থাকবো? মা-বাবা-তুমি-আমি আর আমার ছোট বোন?
দাদি : না, ছয়জন হবো যখন তুই বিয়ে করবি!
নাতি : তাহলে যখন ছোট বোনের বিয়ে হবে? আবার তো পাঁচজন হয়ে যাবো।
দাদি : তাহলে তোর আবার মেয়ে হবে! তখন ছয়জন হয়ে যাবো!
নাতি : তাহলে তুমি তখন মারা যাবে!
দাদি : যা ঘুমা, বান্দর পোলাপান। কোথা থেকে এইসব ফালতু কথা শিখে আসে? তুই আর আমার সাথে কথা বলবি না!

****

তোমার রুটি তুমিই খাও
একবার দুই ইঁদুর এক টুকরো পাউরুটি নিয়ে গেল বানরের কাছে। গিয়ে বলল-
ইঁদুর : বানর ভাই, আমাদেরকে একটু পাউরুটিটা ভাগ করে দেবে?
বানর : এ আর এমন কী? তোরা অপেক্ষা কর, আমি এক্ষুণি নিক্তি নিয়ে আসছি।

নিক্তি নিয়ে এসে শুরু হল বানরের রুটি ভাগ করা। একবার একদিকে বেশি হয় আর সেদিক থেকে বানর এক কামড় খেয়ে কমিয়ে ফেলে, আবার আরেকদিকে বেশি হয়, তখন সেইদিকে খেয়ে কমিয়ে ফেলে, এভাবে বানর প্রায় পুরো রুটিটাই খেয়ে ফেলল। শেষে একদম ক্ষুদ্র দু’টি টুকরো ইঁদুর দু’টির হাতে তুলে দিল।

১ম ইঁদুর ‘তোমার রুটি তুমিই খাও’ বলেই ৫০০ টাকা ২য় ইঁদুরটির হাতে তুলে দিল। টাকাটা পকেটে রাখতে রাখতে ২য় ইঁদুর বলল, ‘আগেই বলেছিলাম, বানরের মতো ছাগলকে ২ বছরের পুরাতন রুটি খাওয়ানো কোন ব্যাপারই না!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।