আজকের জোকস : আব্বুর বন্ধু আব্বু


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

আব্বুর বন্ধু আব্বু
বাসায় মেহমান এসেছে। ছোট্ট রোমানের মা রোমানকে ডেকে বলল-
মা : ইনি তোমার আব্বুর বন্ধু।
রোমান : আব্বু, কেমন আছেন?
মা : ছি, বাবা! উনি তোমার আব্বু না, আংকেল হন।
রোমান : এহ! সেদিন চাচার বন্ধু এল। তুমি বললা চাচার বন্ধু চাচা হয়। তাহলে আব্বুর বন্ধু তো আব্বুই হয়!

****

তোর স্ত্রীকে ছেড়ে দিব
স্ত্রীকে কিডন্যাপ করার পর কিডন্যাপার স্বামীর কাছে ফোন করেছে-
কিডন্যাপার : আজ রাতের ভিতর ১ লাখ টাকা না দিলে তোর বউকে মেরে ফেলবো।
স্বামী : সত্যি! যদি ১ লাখ টাকা না দিই তাহলে তোরা আমার স্ত্রীকে মেরে ফেলবি।
কিডন্যাপার : হ্যা, মারার পরে লাশটাও পাবি না।
স্বামী : যাক, টাকাটাও বেঁচে গেল, স্ত্রীও মরল এবং অশান্তিও গেল।

দুই দিন পর
কিডন্যাপার : আজ রাতের ভিতর টাকা না দিলে তোর স্ত্রীকে ছেড়ে দিব।
স্বামী : বেটারা দেখি এখনো মারে নাই। বল কত টাকা লাগবে?

****

মাথায় একটাও চুল নেই
প্রথম বন্ধু : আমার জীবনে একটা ইচ্ছাও পূরণ হল না। তোর কোন ইচ্ছা পূরণ হয়েছে?
দ্বিতীয় বন্ধু : হ্যা হয়েছে। ছোটবেলায় স্যারের হাতে চুলটানা খেতে খেতে ভাবতাম চুলগুলো না থাকলেই বুঝি ভালো হত। এখন দেখ, মাথায় একটাও চুল নেই।

****

জানেন আমি কে
ভদ্রলোক : দাদা, এই বস্তাটা একটু ধরেন! একটু আসতেছি!
পথিক : মানে! আমি বস্তা ধরবো ক্যান?
ভদ্রলোক : তো ধরলে কী হইছে?
পথিক : আপনি জানেন আমি কে?
ভদ্রলোক : কে আপনে?
পথিক : আমি হইলাম এই এলাকার নেতা।
ভদ্রলোক : তাতে কী হইছে? আমি তো আপনারে অবিশ্বাস করতাছি না।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।