আজকের জোকস : শীতের রাতে কম্বল


প্রকাশিত: ০২:১৭ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

শীতের রাতে কম্বল
রাজা : শিয়ালগুলো ডাকছে কেন?
মন্ত্রী : শীতের রাত তো তাই।
রাজা : তাহলে ওদেরকে রাজকোষ থেকে কম্বল দেয়া হোক।
মন্ত্রী : জি হুজুর, আগামীকালই দেবো।

পরের রাতে
রাজা : মন্ত্রী! শিয়ালগুলোর ডাক থামেনি কেন?
মন্ত্রী : কম্বল পেয়ে ওরা হুজুরের শোকর গুজার করছে।

তার পরের রাতে
রাজা : মন্ত্রী, ওরা কতদিন শোকর গুজারি ডাক ডাকবে?
মন্ত্রী : যতদিন ওরা আপনার দেয়া কম্বল ব্যবহার করবে।

****

জেলখানায় দেখা হবে
স্কুলের পরীক্ষায় প্রশ্ন এসেছে, লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের দূরত্ব  ৮ হাজার কিলোমিটার। এক লোক লস অ্যাঞ্জেলেস থেকে গাড়িতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে লন্ডন রওনা হলো এবং অপর এক ব্যক্তি লন্ডন থেকে গাড়িতে ১৬০ কিলোমিটার বেগে লস অ্যাঞ্জেলেসে রওনা হলো। তাদের দু’জনের কোথায় দেখা হবে?

ছোট্ট জনি উত্তর লিখল- জেলখানায়! এত জোরে গাড়ি চালাবেন, আর পুলিশ বুঝি আঙুল চুষবে?

****

কে বেশি সুন্দর
প্রেমিক : দেখো, বাইরে কী সুন্দর চাঁদ উঠেছে!
প্রেমিকা : এই বলো না, কে বেশি সুন্দর? আমি না চাঁদ?
প্রেমিক : চাঁদ কিন্তু মেকাপ করে না!

এরপর সেই যে লাইনটা কেটে গেল, আর কোনদিন লাইন ঢুকল না।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।