আজকের জোকস : বিয়ের ওয়াশিং মেশিন


প্রকাশিত: ০৫:২৬ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

বিয়ের ওয়াশিং মেশিন
স্বামী : তোমার বাবা বলেছিল বিয়ের সময় ওয়াশিং মেশিন দিবেন। বিয়ের এক বছর পার হয়ে গেল। আজ পর্যন্ত পাই নাই।
স্ত্রী : মিছা কথা কও কেন? আমাকে দেন নাই? আমি কি তোমার কাপড় ধুয়ে দেই না?
স্বামী : তাই তো কাপড়ের ময়লা পরিষ্কার কম হলেও পকেট বেশি পরিষ্কার হয়ে যায়।

****

বাপের নাম মুখে আনবে না
স্ত্রী : আমার বাপের নাম মুখে আনবে না।
স্বামী : আমি তোমার বাপের নাম মুখে এনেছি নাকি? যাই কুলি করে আসি।
স্ত্রী : তুমি জান না লোকে আমার বাবাকে কত মহব্বত করে। একবার অসুস্থ ছিলেন, সারা শহরের দোকানদারসহ পাড়াপড়শী সবাই মিলে উনার জন্য প্রার্থনা করে ছিল।
স্বামী : জানি, জানি, সব জানি। ওরা সবাই ছিল পাওনাদার। তোমার বাবা মারা গেলে ওনার সাথে ওদের পাওনা টাকাও যে মারা যাবে। তাই সবাই মিলে প্রার্থনা করেছে।

****

চোখের পানির দাম
প্রেমিকা : তুমি জানো, আমার চোখের এক ফোঁটা পানির দাম কত?
প্রেমিক : কই না তো। কত বলো তো!
প্রেমিকা : যখন এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয় তখন প্রথমে আইলাইনার আর মাস্কারার সাথে মেশে। তারপর এটা যখন গাল দিয়ে নিচে নামে তখন ব্লাশারের সাথে মেশে। তারপর যদি ওই পানির ফোঁটাটি কোন ভাবে ঠোঁটে এসে লাগে তাহলেই হলো। এটা তখন লিপস্টিকের সঙ্গে মেশে। সব হিসেব করলে ওই এক ফোঁটা চোখের পানির দাম পরে দেড় হাজার টাকা!
প্রেমিক : খাইছে আমারে।

****

কেন সময় নষ্ট করব
জাপানি : অন্য কেউ পারলে আমিও পারব। অন্য কেউ না পারলেও আমাকে পারতেই হবে।
বাঙালি : অন্য কেউ পারলে সে করুক। অন্য কেউ না পারলে আমি কেন সময় নষ্ট করব।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।