আজকের জোকস : বাচ্চাকে পানিতে ফেলে


প্রকাশিত: ০৫:২৭ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

বাচ্চাকে পানিতে ফেলে
এক জাহাজে এক আমেরিকান, এক জাপানি আর এক বাংলাদেশি ভদ্রলোক ভ্রমণ করছিলেন। হঠাৎ আমেরিকান ভদ্রলোক তাদের প্রাচুর্য দেখানোর জন্য কিছু ডলার পানিতে ফেলে দেন আর বলেন, ‘এগুলো আমাদের অনেক আছে। কিছু ফেলে দিলে এমন কিছু হয় না।’

তাই দেখে জাপানি তার মোবাইল আর ক্যামেরা পানিতে ফেলে দেয় আর বলে, ‘আমাদের এগুলো অনেক আছে।’

বাংলাদেশি তাই দেখে পাশ দিয়ে যাওয়া এক বাচ্চা ছেলেকে পানিতে ফেলে দিয়ে বলল, ‘আমাদের দেশে অনেক আছে।’

জাহাজ ঘাটে ভিড়তেই সেই বাচ্চা ছেলেটি সাঁতরে উঠে এসে বলল, ‘বাজান ডলারগুলা পাইসি কিন্তু ক্যামেরা আর মোবাইল ডুইব্বা গেছে। পাই নাই।’

****

চাকরি ছেড়ে দেয়ার ভয়
বন্ধু : এ তোমার কী যুক্তি? অবিবাহিত লোক না নিয়ে তুমি কেবল বিবাহিত কর্মচারী রাখতে চাও কেন?
বড়কর্তা : বুঝলেন বিবাহিত লোকগুলো বাড়িতে অষ্টপ্রহর বকুনি খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে যে, আমি বকলেও তারা আর কিছু মনে করে না। চাকরি ছেড়ে দেয়ার ভয়ও দেখায় না।

****

ঠান্ডা হয়ে গেলে
বল্টু তার বউকে নিয়ে কফিশপে গেছে-
বল্টু : কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।
বউ : হোক, সমস্যা কী?
বল্টু : আরে বোকা, মূল্যতালিকা দেখ। হট কফি ২০ টাকা, কোল্ড কফি ৫০ টাকা। ঠান্ডা হয়ে গেলেই অযথা ৩০ টাকা বেশি দিতে হবে

****

পানি মাপতেছিলাম
এক শিয়াল খাল পার হচ্ছিল। সে ভাবলো লাফ দিয়ে পার হবে। লাফ দিল কিন্তু মধ্যপথে গিয়ে সে পানিতে পরে গেল। পানিতে পরে সে মরা মরা ভাব।

তার বন্ধু বানর ছিল পাশে। বানরটা অনেক কষ্ট করে তাকে উপরে তুলল। শিয়াল খাল থেকে উঠে বলল-
শিয়াল : আমি খালের পানি মাপতেছিলাম আর তুই আমাকে তুলে ফেললি!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।