আজকের জোকস : ছেলেটা আমাকে অস্থির করছে


প্রকাশিত: ০৫:২৭ এএম, ২২ নভেম্বর ২০১৬

ছেলেটা আমাকে অস্থির করছে
মেয়ে : এই যে সামনের টেবিলে বসে আছে ছেলেটার নাম কী?
ওয়েটার : ওর নাম তো ইমন খান।
মেয়ে : ছেলেটা আমাকে এক ঘণ্টা ধরে অস্থির করছে।
ওয়েটার : কিন্তু ও তো একবারও আপনার দিকে তাকায় নি।
মেয়ে : ওইটাই তো অস্থিরতার কারণ।

****

বিল্ডিংটা নড়ে কেন
এক লোক একদিন অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে বাড়ি এসে দরজার তালা খোলার চেষ্টা করছে। কিন্তু তার হাত কেঁপে বারবার চাবি নিচে পড়ে যাচ্ছে। তখন এক পথচারী এসে বলল-
পথচারী : ভাই আমি কি আপনার তালাটা খুলে দেবো?
মাতাল : আরে ভাই তালা তো আমিই খুলতে পারবো। আপনি শুধু বিল্ডিংটা ধরে রাখুন যাতে না নড়ে।

****

বয়ফ্রেন্ড আছে
এক রেলস্টেশনে এক মেয়ে দুইটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে-
কুলি : ম্যাডাম, কুলি লাগবে?
মেয়ে : না লাগবে না, সঙ্গে আমার বয়ফ্রেন্ড আছে।

****

ছাগলের ডিম
শিক্ষক : মনে করো একটা আম গাছে ১৬টা কলা আছে। সেখান থেকে ১৩টা জাম্বুরা পেড়ে নেয়া হলো। গাছে কয়টা লেবু বাকি থাকবে?
ছাত্র : ৯টা হাতি।
শিক্ষক : বাহ! তুমি কীভাবে জানলে?
ছাত্র : কারণ, আমি দুপুরে ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি।

****

কোন ধরনের লিঙ্গ
স্যার : পানি কোন ধরনের লিঙ্গ?
বল্টু : তরল লিঙ্গ!
স্যার : গাধা!
বল্টু : পশু লিঙ্গ!
স্যার : বেয়াদব!
বল্টু : আচরণ লিঙ্গ!
স্যার : স্টপ!
বল্টু : ধমক লিঙ্গ!
স্যার : গেট আউট!
বল্টু : অপমান লিঙ্গ!

এসইউ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।