আজকের জোকস : স্বামী হারিয়ে গেছে


প্রকাশিত: ০৫:৫০ এএম, ১২ নভেম্বর ২০১৬

স্বামী হারিয়ে গেছে
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে এক ভদ্রমহিলা চিৎকার করছেন। পাশে তার স্বামী দাঁড়ানো।
ভদ্রমহিলা : আমার স্বামী হারিয়ে গেছে। আমার স্বামী হারিয়ে গেছে। এখন আমার কী হবে গো?
স্বামী : ওগো স্বামী না, বলো আমার স্বামীর মানিব্যাগ হারিয়ে গেছে।
ভদ্রমহিলা : তুমি চুপ কর। যাত্রাপথে স্বামীর মানিব্যাগ হারানো আর স্বামী হারানো একই কথা।

****

গাড়িওয়ালা কি মারা গেছে
একটি কবুতর একটু নিচু হয়ে উড়ছিল। হঠাৎ এক গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলো। এক লোক তাকে নিয়ে খাঁচায় রাখল। যখন কবুতরের জ্ঞান ফিরল, তখন সে খাঁচার ভিতর থেকে নিজেকে দেখে বলল-
কবুতর : হায় আল্লাহ! আমি জেলে! গাড়িওয়ালা কি মারা গেছে নাকি?

****

আজরাইল বাড়ি চিনে গেল
এক লোক খুব কাঁদছে-
পথিক : কাঁদছো কেন ভাই?
ভদ্রলোক : বউ মরেছে, তাই...
পথিক : তো কি হয়েছে?
ভদ্রলোক : আরে সেটা না। আসলে আজরাইল যে আমার বাড়ি চিনে গেল, সেই জন্যই কাঁদতেছি...

****

বাবার নাম ভুলিয়ে দেব
ছেলে : আম্মু, একটা কাগজ দাও তো, বাবার নামটা লিখে দেয়ালে টানিয়ে রাখি।
মা : কেন রে! তোর বাবার নাম দেয়ালে টানাতে হবে কেন?
ছেলে : না, যদি ভুলে যাই।
মা : ভুলে যাবি মানে? বাবা-মা’র নাম কেউ ভোলে?
ছেলে : আজ পড়া পারিনি বলে বাবা বললেন, ‘এক থাপ্পড়ে তোর বাবার নাম ভুলিয়ে দেব’।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।