আজকের জোকস : ধানক্ষেতে দৌড় দিলো
ধানক্ষেতে দৌড় দিলো
ট্রেন চলছে। হঠাৎ রেললাইন ছেড়ে এঁকেবেঁকে ধানক্ষেতে ছুটে গেলো। তারপর আবার ট্র্যাকে ফিরলো। যাত্রীরা চেন টেনে ট্রেন থামালো-
যাত্রী : কী হলো এইটা?
ড্রাইভার : আরে হঠাৎ একটা লোক দেখলাম, লাইনের ওপর দাঁড়ায়া আছে।
যাত্রী : তাই বলে আপনি হাজার হাজার যাত্রীর জীবন বিপন্ন করবেন? ওই লোকটাকে মারলেন না কেন?
ড্রাইভার : সেটাই করতে চাইলাম। কিন্তু হারামজাদা লাইন ছেড়ে ধানক্ষেতে দৌড় দিলো। দৌড়াইয়া ধরতে পারলাম না!
****
গ্রামার কাকে বলে
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন-
শিক্ষক : আচ্ছা, বলো তো গ্রামার কাকে বলে?
রঞ্জিত : যারা গ্রামে থাকে তাদের গ্রামার বলে। বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদের বাংলা-গ্রামার এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদের ইংলিশ গ্রামার বলে।
****
ভারতীয় সিরিয়াল ঘৃণা করি
এক মেয়ে স্ট্যাটাস দিয়েছে, ‘আমি ভারতীয় সিরিয়াল দুই চক্ষে ঘৃণা করি’।
মেয়েদের কমেন্ট :
১. তুই মেয়ে না।
২. তুই মেয়ে হয়ে কীভাবে এটা বলতে পারলি?
৩. আগেই খেয়াল করছিলাম তুই একটা হিজড়া।
৪. তুই মেয়ে জাতির কলঙ্ক।
৫. ফাইজলামি করার সীমা আছে।
৬. তুই বিষ খাইয়া মারা যা।
৭. তুই গলায় ফাঁস দে।
ছেলেদের কমেন্ট :
১. আমি তোমাকে বিয়ে করব।
২. তোমার বাবার ফোন নম্বার দাও আমি কথা বলব।
৩. তোমার বাসার ঠিকানা দাও। আমার মা-বাবাকে পাঠাচ্ছি।
৪. এই রকম একটা বউ চাই।
****
আমার সাথে ইয়ার্কি
শিক্ষক : চান্দু বলো তো ভারত কোন জলবায়ুর দেশ?
চান্দু : ‘ক্যাটরিনা’ জলবায়ুর দেশ।
শিক্ষক : ওই পোলা ফাজলালি পাইছস? আমার সঙ্গে ইয়ার্কি...
চান্দু : বাংলাদেশের জলবায়ুর নাম যদি ‘মৌসুমী’ হয় তাহলে ভারত কী দোষ করলো?
এসইউ/পিআর